আর মাত্র দুই দিন পরেই ২ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই ২ টেস্ট হওয়ার কথা ছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও করাচিতে। তবে সিরিজ শুরুর ২ দিন আগে পরিবর্তন হলো দ্বিতীয় টেস্টের ভেন্যু।
বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের মাধ্যমে শুরু হবে বাবর-রিজওয়ানদের সাথে শান্ত-সাকিবদের সিরিজ। রাওয়ালপিন্ডি টেস্টের পর শুক্রবার (৩০ আগস্ট) থেকে দর্শকশূন্য করাচি স্টেডিয়ামে খেলার কথা ছিল দুই দলের। তবে হঠাৎ করে সেই সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর-শান্তদের দ্বিতীয় টেস্ট করাচির জায়গায় হবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতেই।
পিসিবির নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটির পুরোটাই হতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে। রোববার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি ব্যাপারটি নিশ্চিত করে।
এদিকে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। সেকারণে করাচি স্টেডিয়ামে চলছে পুরোদমে নির্মাণ ও সংস্কারকাজ। তাই একারণে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে ফাঁকা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল দুই দলের টেস্ট।
তবে শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের পরামর্শ মতে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও ব্রডকাস্টারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ম্যাচটি পুরোপুরি সরিয়ে নেওয়ার কথা জানানো হয়।
পিসিবি তাদের পাঠানো বিবৃতিতে বলে, ‘মাঠটি প্রস্তুত হওয়ার সম্ভাব্য সময়ের ব্যাপারে নির্মাণ বিশেষজ্ঞরা আমোদের জানিয়েছে। তাদের কথা মতে এই নির্মানকাজ চলতে পারে খেলা চলাকালীন সময়েও। তাই সৃষ্ট শব্দ দূষণ ও ধুলাবালির কারণে ক্রিকেট, অফিসিয়াল, ব্রডকাস্টার ও সংবাদকর্মীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
এদিকে ভেন্যু বদল হওয়ায় দ্বিতীয় টেস্টের গ্যালারিতেও দর্শকদের প্রবেশাধিকার থাকবে। সোমবার (১৯ আগস্ট) থেকে টিকেট বিক্রি শুরুর কথা জানিয়েছে পিসিবি।
মন্তব্য করুন