স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা

বিসিবি পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
বিসিবি পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা।

প্রথমবারের মতো মন্ত্রণালয় কর্তার আগমণ উপলক্ষে বেশ ব্যস্ততা ছিল হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে উপদেষ্টা আসলেও ঠিক কি কারণে তিনি বিসিবিতে এসেছেন তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। অনেক জায়গা থেকে অনেক কথা শোনা গেলেও উপদেষ্টা নিজেই জানালেন তার বিসিবি পরিদর্শনে আসার কারণ।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কথা বলেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা। ভিডিওর শুরুতেই আসিফ মাহমুদ বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পরই আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।’

এ ছাড়াও আজ নারী ক্রিকেটারদের সঙ্গেও সাক্ষাৎ হয় ক্রীড়া উপদেষ্টা আসিফের। তিনি নারী দলের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন, ‘আজ নারী ক্রিকেট দলের সঙ্গেও দেখা হলো। তারা সামনে উইমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারগুলো একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলা ঠিক করে দিতে পারব।’

এদিকে বিসিবিতে আজ শুধু ক্রীড়া উপদেষ্টা নয় ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। উপদেষ্টা আসার আগেই দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন দেশসেরা এই ওপেনার। তার কিছুক্ষণ পরে আসেন আসিফ মাহমুদ। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষ করে পুরো বিসিবি ও স্টেডিয়াম উপদেষ্টা আসিফকে ঘুরে দেখান তামিম। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও।

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিসরা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়িতে ফ্ল্যাগ ছাড়াই সাবের হোসেনের বাসায় যান ৩ রাষ্ট্রদূত

নির্বাচনকে ভিন্নখাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

আবরার হত্যার বিচার করলেই আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত : চরমোনাই পীর

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

ভৈরবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা খাতে উদ্ভাবন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১০

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

১১

তিন মাসে ৫০ দিন অনুপস্থিত মেডিকেল অফিসার

১২

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

১৩

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

১৪

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

১৫

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

১৬

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

১৭

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

১৮

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

১৯

অপরাধীদের দল-মতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপার

২০
X