স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট দুজনে গড়েন সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। ডাবল সেঞ্চুরির পথে ছিলেন মুশফিক।

তবে খুব কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হয় ডানহাতি অভিজ্ঞ এ ব্যাটারকে। মাত্র ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হয়নি তার। ব্যক্তিগত ১৯১ রানে মোহাম্মদ আলির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়েন মুশফিক।

এ ইনিংস খেলার পথে ৩৪১ বলে ২২ চার ও ১ ছয় মেরেছেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন মুশফিক। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার ব্যাটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি।

এরপর ২০১৮ এবং ২০২০ সালে দুবার ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। এ ক্ষেত্রে দুবারই প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। শনিবার (২৪ আগস্ট) খুব কাছে গিয়েও এ কীর্তি গড়া হলো না তার।

তৃতীয় দিন শেষে অর্ধশতক করা মুশফিক চতুর্থদিনের প্রথম সেশনে তুলে নেন সেঞ্চুরি। হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিমের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে সেঞ্চুরির দেখা পান। তবে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে থামতে হলো মুশফিককে।

পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে সেঞ্চুরি করে বেশ কিছু কীর্তি গড়েছেন তিনি। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। শতকেও তামিমকে ছাড়িয়ে গেলেন ডানহাতি এ ব্যাটার।

বাংলাদেশের ইনিংসের ১১৬তম ওভারে স্পিনার আগা সালমানের বলকে ফাইন লেগে পাঠিয়ে দুই রান নিয়ে পূরণ করেন শতক। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে এবং গর্জনে করেন শতকের উদযাপন।

পাকিস্তানের বিপক্ষে এটি তার প্রথম শতক। আর টেস্ট ক্যারিয়ারে এটি তার ১১তম শতক। পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে শতকের দেখা পেলেন তিনি। ১১তম শতক করে পেছনেও ফেলেছেন তামিমের ১০ টেস্ট সেঞ্চুরিকে। ১২ সেঞ্চুরি নিয়ে তার সামনে কেবল মুমিনুল হক।

দেশের বাইরে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ শতক করার কীর্তি গড়েছেন তিনি। এ ক্ষেত্রেও পেছনে ফেলেছেন তামিমের ৪ শতককে।

করোনা মহামারির পর ধার বেড়েছে মুশফিকের ব্যাটের। করোনার আগে টেস্টে তার ব্যাটিং গড় ছিল ৩৮.৭৭ রান। ২০২১ সাল তা বেড়ে হয়েছে ৪৭.০৩ রান। গত তিন বছরে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক (১৩৩৪)।

এ সময়ে শতক বা তার বেশি রানের জুটি গড়েছেন লিটন দাসের সঙ্গে। ১৬৫৮ রান তুলে শীর্ষে রয়েছে এ দুজনের জুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার দেশে ফেরা পেছাল

মানারাতে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা 

ঝুঁকি নিয়েই চলছে চার বিদ্যালয়ের পাঠদান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির গণপদযাত্রা কাল

সংস্কারের নামে সময় নষ্ট করবেন না: অ্যাডভোকেট সালাম

খুবি শিক্ষার্থী নোমানের সনদ বাতিল

খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন

১০

ভারতে গেলেন সন্তু লারমা

১১

বিরল সাপের কামড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

১২

রহস্যের জট খোলেনি সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের

১৩

ছাত্রদল নেতার হাতে জিম্মি মহাসড়ক

১৪

ছবি পাল্টে বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতা তোলেন ছোট ভাই

১৫

ফুল-ফসলের বিষে কমছে ফুলটুনি

১৬

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মাওলানা রইস হত্যা / খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

নির্বাচন এপ্রিলের মধ্যে হওয়া উচিত : জামায়াত আমির

১৯

সাইকেল চোরকে তিন মাসের কারাদণ্ড ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের 

২০
X