স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ইস্যুতে যা বললেন টাইগার দলপতি

উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত

হত্যা মামলা মাথায় নিয়ে খেলতে নামেন রাওয়ালপিন্ডি টেস্ট। দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি নোটিশ পাঠানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তবে এসবের কোনো কিছু স্পর্শ করেনি সাকিব আল হাসানকে।

পাকিস্তানের বিপক্ষে মাঠে তার পারফরম্যান্স তাই বলছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাকিবের রসায়ন জমে বেশ। এতে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। শিকার করেছেন পাকিস্তানের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।

তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘যতটুকু বুঝি, (সাকিব) যখন দেশের হয়ে নামেন, তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি। দলের জয়ের জন্য যা যা করা দরকার—ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখে দলের জন্য কীভাবে ভালো করতে পারেন, সেদিকে ফোকাস করা, দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা—এগুলো আলাদা করে করতে পারেন।’

হত্যা মামলার আসামি হওয়ায় সাকিবের খেলতে কোনো বাধা নেই। এরপর প্রথম টেস্টের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

তবে সাকিবকে ঘিরে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আগের মতোই থাকতে পারে বলে জানান টাইগার দলপতি, ‘যেমনটি বললাম, খুবই নিবেদিত একজন। এ রকম অবস্থায় থাকার পরও এমন পারফরম্যান্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে। অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমন আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।’

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সাকিবসহ দলের সবাইকে কৃতিত্ব দেন নাজমুল হোসেন শান্ত, ‘আমি কোনো ব্যক্তিগত পারফরম্যান্সকে কৃতিত্ব দিতে চাই না। আমরা জানি মুশি (মুশফিকুর রহিম) কতটা অভিজ্ঞ। সঠিক কাজটা উনি প্রতিদিন করে থাকেন। তিনি তার কাজটা করেছেন। আর আমরা সবাই প্রত্যাশা করি, তিনি এমন কিছু প্রতি ম্যাচেই করবেন। তবে কৃতিত্ব যদি দিতে হয়, সব ব্যাটসম্যানদের দিতে হবে। বিশেষ করে ওপেনাররা, এই দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে ওরা যেভাবে নতুন বলটা সামলেছে, সেটা দারুণ ছিল।’

এ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে বাংলাদেশে। এ প্রসঙ্গে টাইগার দলপতি বলেন, ‘দেশের বাইরে খুব একটা জিতি না। নিউজিল্যান্ডের পর এখানে জিতলাম। এ বছর যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা করেছিলাম—বাইরের ম্যাচগুলো কীভাবে জিততে পারি বা ড্র করতে পারি; দেশে কীভাবে জিততে পারি—তেমন পরিকল্পনা ছিল। আল্লাহর রহমতে ভালো একটা ফল এসেছে। এ জয়ের মাধ্যমে আশা করি খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়বে। আমাদের দর্শকদের মধ্যেও বাড়বে। আশা থাকবে সামনের ম্যাচগুলো এবং সিরিজগুলোতে দিন দিন আরও ভালো ক্রিকেট খেলার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

‘সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক’

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১০

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১১

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৩

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৪

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৫

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৬

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

১৭

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

১৮

অসুস্থ নাতনিকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল নানা-নানির

১৯

এবার রুপার দামেও নতুন রেকর্ড

২০
X