স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ইস্যুতে যা বললেন টাইগার দলপতি

উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত

হত্যা মামলা মাথায় নিয়ে খেলতে নামেন রাওয়ালপিন্ডি টেস্ট। দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি নোটিশ পাঠানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তবে এসবের কোনো কিছু স্পর্শ করেনি সাকিব আল হাসানকে।

পাকিস্তানের বিপক্ষে মাঠে তার পারফরম্যান্স তাই বলছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাকিবের রসায়ন জমে বেশ। এতে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। শিকার করেছেন পাকিস্তানের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।

তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘যতটুকু বুঝি, (সাকিব) যখন দেশের হয়ে নামেন, তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি। দলের জয়ের জন্য যা যা করা দরকার—ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখে দলের জন্য কীভাবে ভালো করতে পারেন, সেদিকে ফোকাস করা, দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা—এগুলো আলাদা করে করতে পারেন।’

হত্যা মামলার আসামি হওয়ায় সাকিবের খেলতে কোনো বাধা নেই। এরপর প্রথম টেস্টের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

তবে সাকিবকে ঘিরে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আগের মতোই থাকতে পারে বলে জানান টাইগার দলপতি, ‘যেমনটি বললাম, খুবই নিবেদিত একজন। এ রকম অবস্থায় থাকার পরও এমন পারফরম্যান্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে। অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমন আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।’

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সাকিবসহ দলের সবাইকে কৃতিত্ব দেন নাজমুল হোসেন শান্ত, ‘আমি কোনো ব্যক্তিগত পারফরম্যান্সকে কৃতিত্ব দিতে চাই না। আমরা জানি মুশি (মুশফিকুর রহিম) কতটা অভিজ্ঞ। সঠিক কাজটা উনি প্রতিদিন করে থাকেন। তিনি তার কাজটা করেছেন। আর আমরা সবাই প্রত্যাশা করি, তিনি এমন কিছু প্রতি ম্যাচেই করবেন। তবে কৃতিত্ব যদি দিতে হয়, সব ব্যাটসম্যানদের দিতে হবে। বিশেষ করে ওপেনাররা, এই দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে ওরা যেভাবে নতুন বলটা সামলেছে, সেটা দারুণ ছিল।’

এ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে বাংলাদেশে। এ প্রসঙ্গে টাইগার দলপতি বলেন, ‘দেশের বাইরে খুব একটা জিতি না। নিউজিল্যান্ডের পর এখানে জিতলাম। এ বছর যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা করেছিলাম—বাইরের ম্যাচগুলো কীভাবে জিততে পারি বা ড্র করতে পারি; দেশে কীভাবে জিততে পারি—তেমন পরিকল্পনা ছিল। আল্লাহর রহমতে ভালো একটা ফল এসেছে। এ জয়ের মাধ্যমে আশা করি খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়বে। আমাদের দর্শকদের মধ্যেও বাড়বে। আশা থাকবে সামনের ম্যাচগুলো এবং সিরিজগুলোতে দিন দিন আরও ভালো ক্রিকেট খেলার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা নিয়ে নাহিদের স্ট্যাটাস

হল সংসদের মাধ্যমে জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে : গয়েশ্বর

বিপুল পরিমাণ ২ টাকার নোট জব্দ

জাকসুর ফল ঘোষণা চলছে

জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে : ইজ্জত উল্লাহ

মেসি ভক্তদের জন্য মিলল সুখবর

ঢাকায় আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স / তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই নগর গড়ে তোলা সম্ভব নয়

১০

কমনওয়েলথ ছাত্র সংসদের ভিপি বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রিফাদ

১১

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

১২

কলেজশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

১৩

পাগলা মসজিদের টাকার চেয়েও কি কঠিন জাকসুর ভোট গণনা : কুদ্দুস বয়াতি

১৪

এবার বেড়ায় হরতালের ঘোষণা

১৫

নবীজির পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

১৬

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

১৭

জাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন, জানালেন প্রোভিসি

১৮

ডেঙ্গুতে ঝরল আরও ২ প্রাণ, হাসপাতালে ২৭৯

১৯

‘ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ হোক’

২০
X