স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ইস্যুতে যা বললেন টাইগার দলপতি

উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত

হত্যা মামলা মাথায় নিয়ে খেলতে নামেন রাওয়ালপিন্ডি টেস্ট। দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি নোটিশ পাঠানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তবে এসবের কোনো কিছু স্পর্শ করেনি সাকিব আল হাসানকে।

পাকিস্তানের বিপক্ষে মাঠে তার পারফরম্যান্স তাই বলছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাকিবের রসায়ন জমে বেশ। এতে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। শিকার করেছেন পাকিস্তানের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।

তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘যতটুকু বুঝি, (সাকিব) যখন দেশের হয়ে নামেন, তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি। দলের জয়ের জন্য যা যা করা দরকার—ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখে দলের জন্য কীভাবে ভালো করতে পারেন, সেদিকে ফোকাস করা, দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা—এগুলো আলাদা করে করতে পারেন।’

হত্যা মামলার আসামি হওয়ায় সাকিবের খেলতে কোনো বাধা নেই। এরপর প্রথম টেস্টের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

তবে সাকিবকে ঘিরে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আগের মতোই থাকতে পারে বলে জানান টাইগার দলপতি, ‘যেমনটি বললাম, খুবই নিবেদিত একজন। এ রকম অবস্থায় থাকার পরও এমন পারফরম্যান্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে। অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমন আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।’

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সাকিবসহ দলের সবাইকে কৃতিত্ব দেন নাজমুল হোসেন শান্ত, ‘আমি কোনো ব্যক্তিগত পারফরম্যান্সকে কৃতিত্ব দিতে চাই না। আমরা জানি মুশি (মুশফিকুর রহিম) কতটা অভিজ্ঞ। সঠিক কাজটা উনি প্রতিদিন করে থাকেন। তিনি তার কাজটা করেছেন। আর আমরা সবাই প্রত্যাশা করি, তিনি এমন কিছু প্রতি ম্যাচেই করবেন। তবে কৃতিত্ব যদি দিতে হয়, সব ব্যাটসম্যানদের দিতে হবে। বিশেষ করে ওপেনাররা, এই দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে ওরা যেভাবে নতুন বলটা সামলেছে, সেটা দারুণ ছিল।’

এ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে বাংলাদেশে। এ প্রসঙ্গে টাইগার দলপতি বলেন, ‘দেশের বাইরে খুব একটা জিতি না। নিউজিল্যান্ডের পর এখানে জিতলাম। এ বছর যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা করেছিলাম—বাইরের ম্যাচগুলো কীভাবে জিততে পারি বা ড্র করতে পারি; দেশে কীভাবে জিততে পারি—তেমন পরিকল্পনা ছিল। আল্লাহর রহমতে ভালো একটা ফল এসেছে। এ জয়ের মাধ্যমে আশা করি খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়বে। আমাদের দর্শকদের মধ্যেও বাড়বে। আশা থাকবে সামনের ম্যাচগুলো এবং সিরিজগুলোতে দিন দিন আরও ভালো ক্রিকেট খেলার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

২৬ টুকরো লাশের মামলায় জরেজ-শামীমা ৫ দিনের রিমান্ডে

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

যে অভিযোগ এনে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন রিয়া মনি

দাবি জুলাই ঐক্যের / অন্তর্বর্তী সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে

শ্রমিক লীগের ৩ নেতা গ্রেপ্তার

পারস্য উপসাগরে ‘রহস্যজনক’ ট্যাংকার জব্দ করল ইরান

নতুন ইউনিফর্ম পেল পুলিশ

১০

বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ তুলে নিল আন্দোলনকারীরা

১১

নির্বাচনী প্রচারণায় হাদির ওপর ময়লা পানি ছুড়ল কারা?

১২

এবার পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই

১৩

২৬ টুকরো লাশ নিয়ে র‌্যাব-পুলিশের ভিন্ন বক্তব্যের নেপথ্যে

১৪

মাছ-মাংস-ডিমজাতীয় প্রোটিন বেশি খেলে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? যা বলছে বিজ্ঞান

১৫

আ.লীগের পক্ষে ফেসবুকে প্রচারণা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে থানায় সোপর্দ

১৬

জমি নিয়ে বিরোধ, হামলায় প্রবাসী যুবক নিহত

১৭

পে-স্কেল বাস্তবায়নে আলটিমেটাম

১৮

ওজন ও ডায়াবেটিস কমাতে কীভাবে হাঁটা উচিত? সঠিক নিয়ম জানালেন বিশেষজ্ঞ

১৯

গাজার জন্য ২০ হাজার সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

২০
X