স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দল ফিরছে, সাকিব কি ফিরবেন?

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দুভাগে বিভক্ত হয়ে ঢাকায় ফিরবেন শান্ত-তাসকিন-মিরাজরা। প্রশ্ন উঠেছে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় কি ফিরবেন সাকিব আল হাসান?

যদিও হত্যা মামলা মাথায় নিয়ে এ টেস্ট সিরিজ খেলেন তিনি। তবে তার পারফরম্যান্সে ছিল না এর কোনো প্রভাব। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে শান মাসুদের দলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা। পরে দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্তর দল জয় পায় ৬ উইকেটে।

দ্বিতীয় টেস্টের জয়সূচক রানটি আসে সাকিবের বাউন্ডারি থেকে। এর আগে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৩ ব্যাটার সাজঘরে ফিরিয়ে প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিতে বিশেষ ভূমিকা ছিল তার।

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় দুই বহরে বাংলাদেশে ফিরবেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম বহর ঢাকায় নামবে বাংলাদেশ সময় রাত ১১টা। আর দ্বিতীয় বহর ফিরবে রাত ২টায়।

আগেই জানা গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে ইংল্যান্ডে যাবেন সাকিব। সেখানে ইংলিশ কাউন্টি লিগে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে ঢাকায় ফেরা হচ্ছে না তার।

ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি চার দিনের ম্যাচে অংশ নেবেন সাকিব। এ জন্য এরই মধ্যে বিসিবি থেকে পেয়েছে অনাপত্তিপত্র। আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্টি ক্রিকেটে খেলতে ছাড়পত্র পেয়েছেন তিনি।

৯-১২ সেপ্টেম্বর সামারসেটের বিপক্ষে লড়বে সারে। সেই ম্যাচ শেষ করেই ভারতের বিমান ধরবেন সাকিব। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত সিরিজ। রোহিত-কোহলিদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ছাড়াও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

এর আগে ইংলিশ কাউন্টিতে খেলেছেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৯-১০ সালে ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। এ ছাড়া লেস্টারশায়ারের জার্সিতে ২০১৩ সালে খেলেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট।

লম্বা বিরতি দিয়ে আবারও ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর এ সফর দিয়ে সারতে চান ভারত সফরের প্রস্তুতি। কোনো জটিলতা না থাকলে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলার পর ভারতের বিমান ধরবেন তিনি।

১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ৬ অক্টোবর শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা  

চিঠিতে আ.লীগ নেতার নাম লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ

১৩ মে : আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিলেটে বিপুল ইয়াবাসহ আটক ২ 

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী আটক

বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতা-কর্মী কারাগারে

পদত্যাগের হিরিক বৈষম্যবিরোধী বাঙলা কলেজ শাখায়

১০

ঢাবির সূর্য সেন হলে ঠাণ্ডা পানির মেশিন বসালো শিবির

১১

ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া

১২

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি

১৩

কঠোর গোপনীয়তার মাধ্যমে বিলুপ্ত হলো এনবিআর

১৪

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

১৫

পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন

১৬

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

১৭

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

১৮

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

১৯

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

২০
X