স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় টাইগাররা

বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট বাড়লেও অবস্থান অপরিবর্তিত রয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট বাড়লেও অবস্থান অপরিবর্তিত রয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য টেস্ট ক্রিকেটে একটি অনন্য অধ্যায় রচিত হয়েছে পাকিস্তান সফরে, যেখানে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে নতুন ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এই ঐতিহাসিক সিরিজ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে, তেমনই তাদের র‍্যাঙ্কিং পয়েন্টও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে, নবম স্থানেই রয়ে গেছে বাংলাদেশ, যদিও রেটিং পয়েন্টে ১৩ পয়েন্ট যোগ হয়েছে, যা দলটিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

অন্যদিকে, এই পরাজয়ের ফলে পাকিস্তানের জন্য এক ভয়ানক দুঃসংবাদ এসেছে। দলটি দুই ধাপ পিছিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে নেমে গেছে। পাকিস্তানের ২০০৩ সালে আনুষ্ঠানিক র‍্যাঙ্কিং চালুর পর থেকে এটি তাদের সর্বনিম্ন অবস্থান। ১৯৬৫ সালের পর এটাই প্রথমবারের মতো তাদের টেস্ট র‍্যাঙ্কিং পয়েন্ট এতটা নিচে নেমে গেছে, যা তাদের ক্রিকেট ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

এ সফরের দুই ম্যাচই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে টাইগাররা তাদের সাহসিকতার পরিচয় দিয়েছে। বিশেষ করে বোলারদের পারফরম্যান্স ছিল অসাধারণ। হাসান মাহমুদ ও নাহিদ রানা শেষ টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ৫ ও ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এছাড়া লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্স দলকে রক্ষা করে এবং তারা প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ রান সংগ্রহ করেন। লিটনের ১৩৮ রানের অনবদ্য ইনিংস বাংলাদেশের জন্য মূল ভরসা হয়ে দাঁড়ায়​।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের পরে চতুর্থ স্থানে রয়েছে। ইংল্যান্ড ও পাকিস্তানের উপরে উঠে এসে বাংলাদেশ প্রমাণ করেছে যে, তারা টেস্ট ক্রিকেটে এখন আর পিছিয়ে নেই। বিশেষজ্ঞদের মতে, যদি বাংলাদেশ এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে তারা ভবিষ্যতে আরও বড় অর্জন করতে সক্ষম হবে​।

অন্যদিকে পাকিস্তান নিজেদের মাটিতে শেষ ১০টি টেস্টে কোনো জয় না পাওয়ায় দলটির দুর্বলতা ফুটে উঠেছে। এই সিরিজে হারের পর পাকিস্তানের অবস্থান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশটির ক্রিকেট মহলে। অনেকেই পাকিস্তান দলের নেতৃত্ব ও দলগত সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে আরও বড় বিপদ আসতে পারে বলে মনে করছেন।

বাংলাদেশের জন্য এই সিরিজ জয় শুধু একটি খেলার সাফল্য নয়, বরং তাদের টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট জালিয়াতি, যে শাস্তি পেলেন সহকারী প্রোগ্রামার

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

১০

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১১

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৩

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৪

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৫

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৬

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৭

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৮

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৯

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

২০
X