স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান নয় লিটনের ভাবনাজুড়ে ভারত সিরিজ

লিটন দাস। ছবি : বিসিবি
লিটন দাস। ছবি : বিসিবি

গত ৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলে বাংলাদেশ। এর ১৬ দিনের ব্যবধানে উপমহাদেশের আরেক পরাশক্তি ভারতের মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর খুব বেশি দিন বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল টাইগারদের।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। এ জন্য মিরপুরে চলছে জাতীয় দলের অনুশীলন। গত কয়েক বছর ধরে ভারতের বিপক্ষে ভালো কিছু করার চেষ্টা টাইগারদের। বাংলাদেশ-ভারতের মাঠের লড়াইয়ে ছড়ায় বাড়তি উত্তেজনা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসন্ন ভারত সিরিজ কথা বলেন লিটন কুমার দাস। বাংলাদেশের এ উইকেটব্যাটার-ব্যাটার বলেন, ‘আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

পাকিস্তানের বিপক্ষে পাওয়া ২-০ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এ সিরিজ জয় বাড়তি অনুপ্রেরণার বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’

ভারতে বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ তিনি। তবে তার মতে পাকিস্তান সিরিজ এখন অতীত, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে।’

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সফল ছিলন লিটন। তার এখনই দায়িত্ব নেওয়ার উপযুক্ত সময়, ‘না স্বাভাবিক আমি অলমোস্ট নয়-দশ বছর ক্রিকেট খেলতেছি। সো ওইটুক অভিজ্ঞতা তো হয়েছে দায়িত্ব নেওয়ার, তো এখন না আর কবে সুযোগ পেলে। আমি বলতেছি যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে। এই জিনিসটা এই না যে প্রতি ম্যাচের দায়িত্ব নিতে হবে আমাকে। আমি মানুষ আমার ভুল হতে পারে।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পেসারদের তোপে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। চাপের মুখে অনেক আগ্রসী মনোভাবে রান তোলেন লিটন। এ নিয়ে তিনি বলেন, ‘আমি যে খুব অ্যাটাকিং খেলি, ব্যাপারটা তা না। আমার কাছে যেটা মনে হয় স্কোরিং জোনের বল, আমি ওইটাতে স্কোর করার চেষ্টা করি। আর অবশ্যই এখন যে কোনো ফরম্যাটে দেখবেন রান করাকে অনেক বেশি প্রাধান্য দেয়। আপনি যদি লাস্ট গেমও চিন্তা করেন বা তার আগের গেমও চিন্তা করেন আমি একটা জায়গায় গিয়ে কিন্তু রান করতে পারতেছিলাম না।’

ভারত সিরিজে বদলে যাচ্ছে বল। সাধারণ কোকাবুরা বলে অভ্যস্ত বাংলাদেশে। পাকিস্তানেও এ কোকাবুরা বলে খেলেছে টাইগাররা। তবে ভারত সফর খেলতে হবে এসজি বলে। এর আগে বোলারদের চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন শরীফুল ইসলাম।

এবার ব্যাটারদের চ্যালেঞ্জের কথা জানালেন লিটন, ‘আপনারা জানেন ভারত বড় একটা দল এবং আমাদের বলটাও পরিবর্তন হচ্ছে। এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে। আমাদের খেলোয়াড়রাও খুব পরিশ্রম করছে। দেখা যাক কী হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে বসে মনোনয়নপত্র নিলেন জাপার সাবেক এমপি

দিনাজপুরে হিম হাওয়ায় কনকনে শীত অনুভূত

গণঅধিকার পরিষদকে যে ২ আসনে আশ্বাস দিল বিএনপি

স্বর্ণের দামে নতুন ইতিহাস

জরুরি সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের

১৯ দিন পর দেশে আসা প্রবাসীর লাশ রেখে পালালেন বাবা-মা-ভাই

সাতক্ষীরায় প্রথম মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের

‘বন্দর বছরে ৭২০ কোটি টাকা দিচ্ছে চাঁদাবাজদের, অথচ কর দেয় না’

রজবের চাঁদ দেখা গেছে, জানা গেল শবে মিরাজের তারিখ

চিকুনগুনিয়াকে দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গবেষকরা

১০

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

১১

চট্টগ্রামে পোস্টাল ভোটে ৪৭ হাজারের বেশি প্রবাসী

১২

এবারও ফ্রিজ, এসি ও টিভিতে দেশসেরা ওয়ালটন 

১৩

চার বলেই তিন উইকেট মোস্তাফিজের, দুবাই ক্যাপিটালসের নাটকীয় জয়

১৪

হাদিকে হত্যা : সেই ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

ফুলকপির কেজি দেড় টাকা

১৬

এক সিদ্ধান্তেই যুক্তরাষ্ট্রে ফেরা নিয়ে ঝুঁকিতে ভারতীয়রা

১৭

এশিয়াতেও আসছে নেশনস লিগ, বাড়বে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ

১৮

স্কুল-কলেজ প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা

১৯

রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হোবার্টসের জয়

২০
X