স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান নয় লিটনের ভাবনাজুড়ে ভারত সিরিজ

লিটন দাস। ছবি : বিসিবি
লিটন দাস। ছবি : বিসিবি

গত ৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলে বাংলাদেশ। এর ১৬ দিনের ব্যবধানে উপমহাদেশের আরেক পরাশক্তি ভারতের মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর খুব বেশি দিন বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল টাইগারদের।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। এ জন্য মিরপুরে চলছে জাতীয় দলের অনুশীলন। গত কয়েক বছর ধরে ভারতের বিপক্ষে ভালো কিছু করার চেষ্টা টাইগারদের। বাংলাদেশ-ভারতের মাঠের লড়াইয়ে ছড়ায় বাড়তি উত্তেজনা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসন্ন ভারত সিরিজ কথা বলেন লিটন কুমার দাস। বাংলাদেশের এ উইকেটব্যাটার-ব্যাটার বলেন, ‘আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

পাকিস্তানের বিপক্ষে পাওয়া ২-০ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এ সিরিজ জয় বাড়তি অনুপ্রেরণার বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’

ভারতে বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ তিনি। তবে তার মতে পাকিস্তান সিরিজ এখন অতীত, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে।’

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সফল ছিলন লিটন। তার এখনই দায়িত্ব নেওয়ার উপযুক্ত সময়, ‘না স্বাভাবিক আমি অলমোস্ট নয়-দশ বছর ক্রিকেট খেলতেছি। সো ওইটুক অভিজ্ঞতা তো হয়েছে দায়িত্ব নেওয়ার, তো এখন না আর কবে সুযোগ পেলে। আমি বলতেছি যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে। এই জিনিসটা এই না যে প্রতি ম্যাচের দায়িত্ব নিতে হবে আমাকে। আমি মানুষ আমার ভুল হতে পারে।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পেসারদের তোপে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। চাপের মুখে অনেক আগ্রসী মনোভাবে রান তোলেন লিটন। এ নিয়ে তিনি বলেন, ‘আমি যে খুব অ্যাটাকিং খেলি, ব্যাপারটা তা না। আমার কাছে যেটা মনে হয় স্কোরিং জোনের বল, আমি ওইটাতে স্কোর করার চেষ্টা করি। আর অবশ্যই এখন যে কোনো ফরম্যাটে দেখবেন রান করাকে অনেক বেশি প্রাধান্য দেয়। আপনি যদি লাস্ট গেমও চিন্তা করেন বা তার আগের গেমও চিন্তা করেন আমি একটা জায়গায় গিয়ে কিন্তু রান করতে পারতেছিলাম না।’

ভারত সিরিজে বদলে যাচ্ছে বল। সাধারণ কোকাবুরা বলে অভ্যস্ত বাংলাদেশে। পাকিস্তানেও এ কোকাবুরা বলে খেলেছে টাইগাররা। তবে ভারত সফর খেলতে হবে এসজি বলে। এর আগে বোলারদের চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন শরীফুল ইসলাম।

এবার ব্যাটারদের চ্যালেঞ্জের কথা জানালেন লিটন, ‘আপনারা জানেন ভারত বড় একটা দল এবং আমাদের বলটাও পরিবর্তন হচ্ছে। এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে। আমাদের খেলোয়াড়রাও খুব পরিশ্রম করছে। দেখা যাক কী হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১০

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১১

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১২

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১৩

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৪

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৫

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৬

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৭

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৮

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৯

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X