স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ
আইসিসি র‌্যাঙ্কিং

প্রথমবারের মতো অলরাউন্ডারের সেরা পাঁচে মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলে বাংলাদেশে। প্রথম টেস্টে ৭৭ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এতে আইসিসি টেস্ট অলরাউন্ডাদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের সেরা দশে জায়গা পান এ অলরাউন্ডার।

আর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও সমান উজ্জ্বল ছিলেন মিরাজ। এর পুরস্কার হিসেবে প্রথমবারের মতো উঠে এসছেন অলরাউন্ডারদের তালিকার শীর্ষ পাঁচে। বুধবার (২ অক্টোবর) হালনাগাদ নতুন তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

৯ রেটিং পয়েন্ট বেড়ে সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন তিনি। ডানহাতি এ স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২৭২। বুমরা-অশ্বিনদের বিপক্ষে ব্যাট হাতে ভালো কিছু করতে না পারলেও বল হাতে ছিলেন দুর্দান্ত। শিকার করেন ৯ উইকেট।

মিরাজের সঙ্গে টেস্ট অলরাউন্ডারদরে র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে আছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান। গেল সপ্তাহের মতো কানপুর টেস্ট শেষে সেরা তিনে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তালিকার শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। আর দুইয়ে রয়েছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন।

কানপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দিয়েছেন সবচেয়ে বড় লাফ। ১৬ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন তিনি। আর কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করা সাদমান ইসলাম ১২ ধাপ এগিযে উঠে এসেছেন ৭৯ নম্বরে।

২৪তম স্থানে থেকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে রয়েছে মুশফিকুর রহিম। যদিও এক ধাপ পিছিয়েছেন তিনি। ৭ ধাপ পিছিয়ে ২০ থেকে ২৭তে নেমে গেছেন লিটন কুমরা দাস।

আট ধাপ পিছিয়ে ৫১তম স্থানে নেমে গেছেন সাকিব আল হাসান। ২০১০ সালের জানুয়ারির পর এই প্রথম টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের ৫০-এর নিচে নেমে গেলেন তিনি। তবে বোলিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব। ২৮ নম্বরে উঠে এসেছেন এ স্পিনার।

বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে ১ নম্বরে মিরাজ। চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন এ অফ স্পিনার। টেস্ট ক্যারিয়ারে এটাই তার সেরা অবস্থান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে (২০) পেছনে ফেলেছেন মিরাজ। তবে ব্যাটিংয়ে মিরাজ আছেন ৭০ নম্বরে।

এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন জসপ্রিত বুমরা। দীর্ঘদিন ধরে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তার ইঁদুর দৌড় চলছে। গত ফেব্রুয়ারিতে ভারতের প্রথম পেসার হিসেবে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন বুমরা।

পরের মাসে বুমরাকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন অশ্বিন। ৬ মাস পর আবারও অশ্বিনকে সরিয়ে শীর্ষে উঠেছেন বুমরা। যদিও সেটা মাত্র এক রেটিং পয়েন্ট এগিয়ে থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিলেন ট্রাম্প

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময়

পার্টটাইম চাকরি দেবে এসএমসি

মানবতাবিরোধী অপরাধ / জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফেরি চলাচল স্বাভাবিক

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

টাঙ্গাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৯ প্রার্থী

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ১৫ নেতাকর্মী

গাজা ইস্যুতে ফ্রান্সকে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১০

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

বিএসআরএম কারখানায় বিস্ফোরণ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

২১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৫

নিহত র‍্যাব সদস্য মোতালেবের দাফন সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

১৬

বিএনপিতে যোগ দিলেন উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতিসহ ১২ নেতাকর্মী

১৭

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় জেডআরএফের শীতবস্ত্র বিতরণ

১৮

ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

১৯

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

২০
X