স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হেসে খেলেই টাইগারদের হারিয়ে দিল ভারত

বিধ্বংসী এক ইনিংস খেলেন হার্দিক। ছবি : সংগৃহীত
বিধ্বংসী এক ইনিংস খেলেন হার্দিক। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে ১২৮ রান কখনোই পর্যাপ্ত হতে পারে না। বিশেষ করে ভারতের মতো বিধ্বংসী ব্যাটিং ক্ষমতাসম্পন্ন দলের বিপক্ষে আরও নয়। বাংলাদেশ সে জিনিসটি বেশ ভালোভাবেই বুঝলো। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শান্তদের দেওয়া ১২৮ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৫০ বল বাকি থাকতে পেরিয়ে গেল ভারত।

রোববার (৬ অক্টোবর) ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ১২৭ রান করে অলআউট হয়। জবাবে ভারত ১১ ওভার ৫ বলে ১৩২ রান করে। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও মিরাজ নেন ১টি করে উইকেট।

গোলওয়ালিয়রের মাঠে ২০২৪ সালে বাংলাদেশকে ৪৯ বল হাতে রেখে ১২৮ রানের লক্ষ্য তাড়া করে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জয় এসেছে। এর আগে ২০১৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ বল হাতে রেখে ১০০ রানের লক্ষ্য অর্জন করে ভারত। এছাড়াও ২০১০ সালে গ্রোস আইলেটে আফগানিস্তানের বিপক্ষে ৩১ বল হাতে রেখে ১১৬ রান এবং একই বছরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বল হাতে রেখে ১১২ রান তাড়া করেছিল তারা।

ম্যাচটিতে ভারতীয় দলের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি স্বত্তেও তরুণ দলটি দুর্দান্তভাবে ম্যাচ জিতে নেয়। বাংলাদেশের পক্ষে কেবলমাত্র নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তবে বাকি ব্যাটাররা খুব একটা কিছু করতে পারেননি। ধীরগতির পিচ হলেও বাংলাদেশের ব্যাটারদের বেশিরভাগই বাজে শটের কারণে আউট হন। ১২৭ রানের লক্ষ্য ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে যথেষ্ট ছিল না।

অভিষেক আক্রমণাত্মক শুরুর পর রান আউট হলেও সূর্যকুমার যাদব শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এবং সঞ্জু স্যামসন অপর প্রান্তে চমৎকার কিছু শট খেলেন। ভারত অধিনায়ক কিছুক্ষণের জন্য ঝড়ো ইনিংস খেললেও খেলা তখন প্রায় শেষের পথে ছিল। পাওয়ার প্লেতে ৭১ রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ভারত। এরপর স্যামসন আউট হলেও হার্দিক পান্ডিয়া এবং নীতিশ রেড্ডি আক্রমণ চালিয়ে যান এবং ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যান।

১১.৫ ওভারে তাসকিন আহমেদের শর্ট বলকে আকাশে উড়িয়ে ছক্কা হাঁকিয়ে খেলাটি শেষ করেন হার্দিক পান্ডিয়া। ৪৯ বল বাকি থাকতে ভারত জয়ের মুকুট পরে।

এর আগে টস হেরে ভারতের বোলিং তোপে ১২৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ করেন সর্বোচ্চ ৩৫ রান। ভারতের হয়ে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী নেন ৩টি করে উইকেট।

সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার (৯ অক্টোবর) দিল্লীতে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ধর্মের উপাসনাস্থল নির্মিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজধানীতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএনপি ক্ষমতায় এলে সব দুঃশাসনের কবর দেওয়া হবে : জুয়েল

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ষড়যন্ত্রের অংশ : সারজিস

জবি ছাত্রদল নেতা খুন, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

ভয়াবহ আগুনে হার্ডওয়্যারের দোকান পুড়ে ছাই

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল জামায়াত

শেরপুরে পোস্ট অফিস থেকে জাল টাকা সরবরাহে গ্রেপ্তার ২

১০

পেনশন স্কিমের দাবির অর্থ হবে আয়করমুক্ত : জীবন বীমা এমডি

১১

চাঁপাইনবাবগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে মিষ্টি মুখ

১২

বিয়েতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত ১১

১৩

‘মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

১৪

শাহজালালের কার্গোতে আগুনে ক্ষতি কত, জানাল বিজিএমইএ

১৫

লঘুচাপ-নিম্নচাপ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৬

শরীয়তপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

১৮

আ.লীগ আমলে একটাই খেলা হয়েছে, অস্ত্রের খেলা : দুলু

১৯

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

২০
X