গত সপ্তাহে বিসিবির সভাপতির সঙ্গে বৈঠক করেন তামিম ইকবাল। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে জানিয়ে দেন তিনি আর ওয়ানডেতে অধিনায়ক থাকবেন না। দেশসেরা ওপেনারের নেতৃত্ব ছাড়ার পর এই ফরম্যাটে অধিনায়ক সংকটে পরে বিসিবি। তবে আগামীকাল জরুরি বোর্ড মিটিংয়ে অধিনায়কের নাম ঘোষণার প্রস্তুতি নিয়েছে বিসিবি।
মঙ্গলবার (৮ আগস্ট) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে বিসিবির জরুরি বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। এই বৈঠক শেষেই ঘোষণা আসতে পারে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়কের নাম।
তামিম ইকবাল অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর থেকেই ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। দেশের ভক্ত-সমর্থক, সাবেক ক্রিকেটার কিংবা ক্রীড়াবোদ্ধা সবার বাজি সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডার ছাড়াও আলোচনায় আছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম।
আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো মেগা আসরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব কে পালন করবেন তা আগামীকালই জানা যেতে পারে। এমনকি এশিয়া কাপের প্রাথমিক দলের ঘোষণাও আসতে পারে।
মন্তব্য করুন