স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডারবান টেস্টে আম্পায়ার সৈকতই ম্যান অব দ্য ম্যাচ!

শরফুদৌল্লা ইবনে সৈকত। ছবি : সংগৃহীত
শরফুদৌল্লা ইবনে সৈকত। ছবি : সংগৃহীত

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বড় ব্যবধানে জয়কে ছাপিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। দুর্দান্ত আম্পায়ারিং করে এর আগেও এসেছিলেন আলোচনায়, তবে এবার ছাপিয়ে গেছেন আগের সব রেকর্ড। পুরো ম্যাচেই বাজিমাত করেছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। তার সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে একটিতেও সফল হতে পারেননি দুই দলের খেলোয়াড়রা।

ডারবান টেস্টে তার সিদ্ধান্তের বিপক্ষে আটবার রিভিউ নিয়েছে দুই দলের ক্রিকেটাররা। কিন্তু একবারও সফল হতে পারেনি কোনো ক্রিকেটার। আটবারই আম্পায়ার সৈকতের সিদ্ধান্তই সঠিক বলে বিবেচিত হয়েছে। তার এমন নিখুঁত আম্পায়ারিংয়ের জন্য আরও একবার বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত!

প্রথম ইনিংসের ২৪তম ওভারের ৫ম বলে মুল্ডারের আউটের আবেদন করেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। তবে সৈকত সেটি আউট না দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। সেখানে অপরিবর্তিত থাকে সৈকতের সিদ্ধান্ত। এরপর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় এইডেন মার্করামকে আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত তা নাকচ করে দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। সেখানেও ব্যর্থ হয় দলটি।

এরপর জয়াসুরিয়ার বল আঘাত করে মুল্ডারের প্যাডে। শ্রীলঙ্কার জোরালো আবেদনে সাথে সাথে আউট দিয়ে দেন আম্পায়ার। সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও সফল হতে পারেননি মুল্ডার। ইনিংসের ৮৯.৫তম ওভারে জয়াসুরিয়ার বোলিংয়ের সময় টেম্বা বাভুমার বিপক্ষে আউটের আবেদন করে লঙ্কানরা, আম্পায়ার সৈকত আবেদন নাকচ করে দিলে আবারও এক ব্যর্থ রিভিউ নেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ইনিংসেও বাজিমাত করেছেন সৈকত। প্রথম ওভারের ৫ম বলে উইকেটের আবেদন করে দক্ষিণ আফ্রিকা। রাবাদার সে আবেদনে কোনো সাড়া দেননি সৈকত। রিভিউ নিয়ে আরও একবার ব্যর্থ। রাবাদার নবম ওভারে আরও একবার আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা। সৈকত সে আবেদনও নাকচ করে দেন। রিভিউ নিয়েও কোনও লাভ হয়নি।

দ্বিতীয় ইনিংসে ম্যাথিউসকে এলবিডব্লিউ দেন সৈকত। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও সফল হতে পারেননি ম্যাথিউস। সবশেষ কামিন্দু মেন্ডিসকে আউট দেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। কামিন্দু মেন্ডিসের সেটি নিয়ে সন্দেহ ছিল। যে কারণে তিনি রিভিউ নিলেও সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সফল হতে পারলেন না।

বিশ্বকাপ চলাকালীন দুর্দান্ত আম্পায়ারিং দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন বাংলাদেশের এই আম্পায়ার। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতেও করেছেন আম্পায়ারিং। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া একমাত্র আম্পায়ার তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র হিরু কারাগারে

চসিকের নিয়ন্ত্রণে ফিরল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

অবৈধভাবে সার বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড

সর্বদলীয় বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের প্রবেশ

চূড়ান্ত রায় পর্যন্ত ‘নগদ’ প্রশাসকের কার্যক্রমে স্থিতাবস্থা : হাইকোর্ট 

রামগড় স্থলবন্দর চালু করতে কমিটি গঠন

দুদকের মহাপরিচালক হলেন আবদুল্লাহ্-আল্-জাহিদ

মুগ্ধের হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বৈঠকে প্রধান উপদেষ্টা

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে জরুরি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

১০

শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন 

১১

সেই চিকিৎসক শাহেদারার জামিন

১২

ভারতের ভিসা পেলেন না পরী মণি

১৩

হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত স্থির না : রিজভী

১৪

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

১৫

জুনের মধ্যে নির্বাচন চায় বিএনপি : মেজর হাফিজ

১৬

জামায়াত নেতা হত্যায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৭

আসছে জুনায়েদ-মাহির ‘রোদের মায়ায়’

১৮

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা

১৯

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

২০
X