স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের টানা ‍দ্বিতীয় জয়

দুর্দান্ত জয়ই পেয়েছে সিলেট। ছবি : সংগৃহীত
দুর্দান্ত জয়ই পেয়েছে সিলেট। ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের ১৭তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। রোমাঞ্চকর এই ম্যাচে সিলেটের ব্যাটার এবং বোলারদের সমন্বিত পারফরম্যান্স দলকে জয় এনে দেয়। আর এতে প্রথম তিন ম্যাচে জয়হীন থাকা সিলেট টানা দুই জয় পেয়েছে।

প্রথমে টস জিতে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিলেটকে ব্যাটিংয়ে পাঠান। শুরুটা ভালো হয়নি সিলেটের। ২.৪ ওভারে ৭ রানে তারা হারায় রহকিম কর্নওয়ালকে। এরপর মুনসি মাত্র ২ রান করে বিদায় নেন। তবে তৃতীয় উইকেটে রনি তালুকদার ও জাকির হাসান বড় জুটি গড়েন। রনি তালুকদার ৫৬ রান করেন ৪৪ বলে, যেখানে ছিল ৫টি চার এবং ২টি ছক্কার মার। অন্যদিকে, জাকির হাসান ছিলেন আরও বিধ্বংসী। তিনি ৭৫ রান করেন মাত্র ৪৬ বলে, যেখানে ছিল ৩টি চার এবং ৬টি ছক্কা। শেষদিকে অধিনায়ক আরিফুল হকের ২১ রানের ক্যামিও ইনিংসে ভর করে সিলেট স্ট্রাইকার্স ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে।

খুলনার বোলারদের মধ্যে আবু হায়দার রনি ছিলেন সফল। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া জিয়াউর রহমান ৩ ওভারে ৩৯ রান দিয়ে নেন ২ উইকেট।

১৮৩ রানের লক্ষ্য তাড়ায় খুলনার শুরুটা হতাশাজনক ছিল। মোহাম্মদ নাঈম ১ রান করে আউট হন। এরপর দ্রুতই বিদায় নেন ইমরুল কায়েস (২) ও দারউইশ রাসুলি (১৫)। তবে দলের হাল ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নবী। মিরাজ ১৫ রান করলেও নবী করেন ৩৩ রান ১৮ বলে।

শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন এবং আবু হায়দার রনি দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অঙ্কন ২৮ রান এবং আবু হায়দার ১৪ রান করেন। তবে শেষ দুই ওভারে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হওয়ায় ১৭৪ রানে থেমে যায় খুলনার ইনিংস।

সিলেটের বোলারদের মধ্যে রিস টপলি দুর্দান্ত ছিলেন। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া তানজিম হাসান সাকিব এবং রুয়েল মিয়া ২টি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১০

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

১১

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

১২

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

১৩

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

১৪

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

১৫

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

১৬

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

১৭

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

১৮

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

১৯

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

২০
X