স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কারো কাছেই কিছু প্রমাণ করার নেই লিটনের

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

ঘটনাটি ঘটে গেল রোববার (১২ জানুয়ারি), যখন বাংলাদেশ ওপেনার লিটন দাস বিপিএলে ঝলমলে একটি সেঞ্চুরি করে নজর কাড়েন। একই দিন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর লিটনের এই ইনিংস যেন নিজের সামর্থ্য প্রমাণের এক নিঃশব্দ প্রতিবাদ।

ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন তার প্রথম বিপিএল সেঞ্চুরি তুলে নেন মাত্র ৪৪ বলে। এই ইনিংসে ছিল ৮টি চার এবং ৭টি ছক্কা। লিটনের ঝোড়ো ব্যাটিং দলকে প্রথম জয়ের স্বাদ এনে দেয়, যা ছয় ম্যাচের হারার বৃত্ত ভাঙে।

এই ইনিংসে লিটন বিপিএল ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হন। তার আগে আছেন কেবল পারভেজ হোসেন ইমন, যিনি ২০২০ সালের বিপিএলে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন। কাকতালীয়ভাবে, ইমনই এবার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে লিটনের পরিবর্তে সুযোগ পেয়েছেন।

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে ফর্মহীন সময় কাটাচ্ছিলেন লিটন। তার শেষ ওয়ানডে ফিফটি এসেছিল ২০২৩ সালের বিশ্বকাপে। শেষ পাঁচ ওয়ানডেতে তার রান মাত্র ৬, যার মধ্যে ছিল তিনটি শূন্য। এ অবস্থায় স্কোয়াড থেকে বাদ পড়া যেন প্রত্যাশিতই ছিল।

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘না ভাই, কাউকে কিছু প্রমাণ করার কিছু নেই। আমি এমন কিছু করার চেষ্টাও করি না। আমার মাথায় সবসময় থাকে, কীভাবে আমি নিজের খেলা উন্নত করতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘আজ যেভাবে খেলেছি, তা হয়তো আগামী ম্যাচে নাও হতে পারে। তবে আমি ধারাবাহিক হতে চাই। নির্বাচকেরা এখন আমাকে দলে যোগ্য মনে করেন না। তাদের মনে হলে হয়তো আমাকে সুযোগ দেবেন। আমি এখন বিপিএলে মনোযোগ দিচ্ছি এবং ভালো করার চেষ্টা করছি।’

লিটন জানান, বাদ পড়ার বিষয়ে সরাসরি কোনো বার্তা পাননি। তবে তিনি কারণ সম্পর্কে সচেতন। ‘নির্বাচকরা সরাসরি কিছু বলেননি। তবে মিডিয়ার মাধ্যমে বিষয়টি পরিস্কার হয়েছে। আমি জানি কেন বাদ পড়েছি। কারণ আমার পারফরম্যান্স ভালো ছিল না। এটা খোলামেলা সত্য।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লিটন বলেন, ‘আজকের ইনিংস অতীত হয়ে গেছে। আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

লিটনের এই সেঞ্চুরি তাকে জাতীয় দলে ফেরানোর দরজা খুলে দেবে কি না, তা সময়ই বলে দেবে। আপাতত বিপিএলের বাকি ম্যাচগুলোতেই নিজের সামর্থ্য প্রমাণের লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী : দুদু  

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী 

নামাজ শেষে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আসামিদের টাকা ‘লুটের’ অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যেই মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক

সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে : রিজভী

তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন : ড. ফরহাদ

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে ফিরেই গোল আর অ্যাসিস্ট

সমুদ্রের মাঝে প্রশান্তি খুঁজে পাই: ববি

১০

এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার কাঁচামরিচ ২৪০

১১

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

১২

দুর্নীতির অভিযোগে বিচার হবে সাবেক এই প্রেসিডেন্টের

১৩

মুল্ডারের সেই ইনিংস নিয়ে লারার চমকপ্রদ প্রতিক্রিয়া

১৪

দুবাইকে ম্যাচ জিতিয়ে যা বললেন সাকিব

১৫

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

১৬

ভারতে বাবার গুলিতে টেনিস তারকা নিহত

১৭

এখনই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন

১৮

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি

১৯

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X