স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী ক্রিকেট দলের ক্যারিবীয় সফরে সরকারী কর্মকর্তাদের নিয়ে বিতর্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। ২০ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তবে এই সফর শুরু হওয়ার আগে আলোচনা শুরু হয়েছে নারী ক্রিকেট দলের সঙ্গে সরকারী কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া সরকারি অনুমতিপত্রে (জিও) ৩০ সদস্যের দলের তালিকায় ২১ খেলোয়াড় ছাড়াও ৯ কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিঁয়াজো অফিসার মো. রুহুল আমিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

প্রধান কোচ হিসেবে দলের নেতৃত্ব দেবেন হাসান প্রশান্ত তিলকারত্নে। সঙ্গে থাকবেন স্পিন বোলিং কোচ দিনুক সুলাকাশানা, টিম অপারেশন্স ম্যানেজার এসএম গোলাম ফাইয়াজ, পারফরম্যান্স অ্যানালিস্ট মো. রাশেদ ইকবাল, ফিজিও তানসিন আবদুল তায়েব, এবং ট্রেনার শামসুল হুদা। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে। বিশেষত, জাতীয় ক্রীড়া পরিষদের একজন ডকুমেন্টেশন অফিসারের অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে।

ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, ব্যয়বহুল এই সফরে প্রকৃত প্রয়োজনীয়তার চেয়ে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব কি কাজ করছে। বিশেষত, জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট সংশ্লিষ্ট কোচ কিংবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের না রেখে একজন সাধারণ শাখার কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা নিয়ে সমালোচনা চলছে।

এ বিষয়ে মো. রুহুল আমিন দেশের একটি বেসরকারী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে খেলা দেখার জন্য ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হচ্ছে। আমি দীর্ঘদিন সাধারণ শাখায় ছিলাম না। প্রায় ১২ বছর বঞ্চিত ছিলাম। স্যার (ক্রীড়া পরিষদের সচিব) আমাকে পাঠাচ্ছেন কাজের সুযোগ দেওয়ার জন্য।’

তবে এই সফর তার ১২ বছরের বঞ্চনার প্রতিদান কি না জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘এটা বলা যাবে না। স্যার বড় মনের মানুষ, তাই আমাকে পাঠাচ্ছেন।’

এ বিষয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নারী ক্রিকেট দলের এই সফর ঘিরে কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা প্রশাসনিক স্বচ্ছতা ও ক্রীড়া নীতির ওপর প্রশ্ন তুলে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

পাহাড়ে শৈত্য প্রবাহ, জনজীবন স্থবির

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

১০

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

১২

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

১৬

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

১৭

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

১৮

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১৯

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

২০
X