স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী ক্রিকেট দলের ক্যারিবীয় সফরে সরকারী কর্মকর্তাদের নিয়ে বিতর্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। ২০ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তবে এই সফর শুরু হওয়ার আগে আলোচনা শুরু হয়েছে নারী ক্রিকেট দলের সঙ্গে সরকারী কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া সরকারি অনুমতিপত্রে (জিও) ৩০ সদস্যের দলের তালিকায় ২১ খেলোয়াড় ছাড়াও ৯ কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিঁয়াজো অফিসার মো. রুহুল আমিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

প্রধান কোচ হিসেবে দলের নেতৃত্ব দেবেন হাসান প্রশান্ত তিলকারত্নে। সঙ্গে থাকবেন স্পিন বোলিং কোচ দিনুক সুলাকাশানা, টিম অপারেশন্স ম্যানেজার এসএম গোলাম ফাইয়াজ, পারফরম্যান্স অ্যানালিস্ট মো. রাশেদ ইকবাল, ফিজিও তানসিন আবদুল তায়েব, এবং ট্রেনার শামসুল হুদা। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে। বিশেষত, জাতীয় ক্রীড়া পরিষদের একজন ডকুমেন্টেশন অফিসারের অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে।

ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, ব্যয়বহুল এই সফরে প্রকৃত প্রয়োজনীয়তার চেয়ে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব কি কাজ করছে। বিশেষত, জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট সংশ্লিষ্ট কোচ কিংবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের না রেখে একজন সাধারণ শাখার কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা নিয়ে সমালোচনা চলছে।

এ বিষয়ে মো. রুহুল আমিন দেশের একটি বেসরকারী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে খেলা দেখার জন্য ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হচ্ছে। আমি দীর্ঘদিন সাধারণ শাখায় ছিলাম না। প্রায় ১২ বছর বঞ্চিত ছিলাম। স্যার (ক্রীড়া পরিষদের সচিব) আমাকে পাঠাচ্ছেন কাজের সুযোগ দেওয়ার জন্য।’

তবে এই সফর তার ১২ বছরের বঞ্চনার প্রতিদান কি না জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘এটা বলা যাবে না। স্যার বড় মনের মানুষ, তাই আমাকে পাঠাচ্ছেন।’

এ বিষয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নারী ক্রিকেট দলের এই সফর ঘিরে কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা প্রশাসনিক স্বচ্ছতা ও ক্রীড়া নীতির ওপর প্রশ্ন তুলে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিক্সিংয়ের অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক শামীম

বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ, ১৫ দিনেও হদিস মেলেনি স্কুলছাত্রীর

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু 

বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি, উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বার্তা

তানজিদ ঝড়ে রাজশাহীর সংগ্রহ ১৭৪

এবার পুলিশ কমিশনার ভূমি পেডনেকর

ঢাবি জগন্নাথ হলের সরস্বতী পূজায় মবতন্ত্রবিরোধী বার্তা

ট্রাম্পের চাপে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে : ফজলুর রহমান

অবশেষে জানা গেল বিশ্বকাপ না খেলায় কত টাকার ক্ষতি হবে বাংলাদেশের

নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের তিন শর্ত

১০

রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তারেক রহমান

১১

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক

১২

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

১৩

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১৪

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

১৫

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

১৬

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

১৭

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া

১৮

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

১৯

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের রজতজয়ন্তী উদযাপিত

২০
X