স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিসিসিআইয়ের ১০ দফা নিয়ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রোহিতের ক্ষোভ

রোহিত শর্মা । ছবি : সংগৃহীত
রোহিত শর্মা । ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বিসিসিআইয়ের নতুন নিয়মাবলী নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্পষ্টই অসন্তোষ প্রকাশ করেন। ২০২৪/২৫ মৌসুমে ভারতের ভরাডুবির পর বিসিসিআই একটি ১০ দফা নির্দেশিকা প্রকাশ করেছে বলে খবর পাওয়া গেছে। এই নির্দেশিকা খেলোয়াড়দের জন্য শৃঙ্খলা, ঐক্য এবং ইতিবাচক পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে বলে জানা যায়।

মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে বিসিসিআই-এর নির্দেশিকা নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘আপনাদের কে বলেছে এসব নিয়মের কথা? এটি কি বিসিসিআই-এর অফিসিয়াল পেজ থেকে এসেছে? আগে অফিসিয়ালি আসুক, তারপর কথা বলব।’

উল্লেখ্য, এই সংবাদ সম্মেলনে ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারও উপস্থিত ছিলেন। সেখানে রোহিত ও আগারকার ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করেন।

২০২৪/২৫ মৌসুমে ভারতের পারফরম্যান্স ছিল হতাশাজনক। শ্রীলঙ্কার কাছে ১৯৯৭ সালের পর প্রথমবার ওডিআই সিরিজ হারে তারা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে পরাজিত হয় এবং এক দশক পর বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া করে।

নতুন নিয়মাবলী নিয়ে অজিত আগারকার বলেন, ‘প্রত্যেক দলেরই কিছু নিয়মাবলী থাকে। গত কয়েক মাস ধরে দলীয় উন্নতি এবং ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। এটি কোনো স্কুল নয় বা শাস্তির বিষয়ও নয়। জাতীয় দলে খেললে কিছু নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মগুলোর বেশিরভাগ আগে থেকেই ছিল। এগুলো শুধুই দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য।’

আগারকার আরও বলেন, ‘দলের খেলোয়াড়রা পরিপক্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজ নিজ জায়গায় তারকা। নিয়মগুলো তাদের খেলায় প্রভাব ফেলবে না বরং তাদের পারস্পরিক ঐক্য বাড়াবে।’

বিসিসিআই-এর ১০ দফা নির্দেশিকা প্রকাশের মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক ঐক্য বৃদ্ধি এবং দলের পরিবেশ উন্নত করা। তবে এই নির্দেশিকা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রোহিতের প্রতিক্রিয়া এবং আগারকারের ব্যাখ্যা নতুন নিয়মাবলীর বিষয়ে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। আসন্ন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই বিষয়গুলো নিয়ে বিসিসিআই-এর আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১০

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১১

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১২

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৩

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৫

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৬

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৭

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৮

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৯

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

২০
X