স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিসিসিআইয়ের ১০ দফা নিয়ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রোহিতের ক্ষোভ

রোহিত শর্মা । ছবি : সংগৃহীত
রোহিত শর্মা । ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বিসিসিআইয়ের নতুন নিয়মাবলী নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্পষ্টই অসন্তোষ প্রকাশ করেন। ২০২৪/২৫ মৌসুমে ভারতের ভরাডুবির পর বিসিসিআই একটি ১০ দফা নির্দেশিকা প্রকাশ করেছে বলে খবর পাওয়া গেছে। এই নির্দেশিকা খেলোয়াড়দের জন্য শৃঙ্খলা, ঐক্য এবং ইতিবাচক পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে বলে জানা যায়।

মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে বিসিসিআই-এর নির্দেশিকা নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘আপনাদের কে বলেছে এসব নিয়মের কথা? এটি কি বিসিসিআই-এর অফিসিয়াল পেজ থেকে এসেছে? আগে অফিসিয়ালি আসুক, তারপর কথা বলব।’

উল্লেখ্য, এই সংবাদ সম্মেলনে ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারও উপস্থিত ছিলেন। সেখানে রোহিত ও আগারকার ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করেন।

২০২৪/২৫ মৌসুমে ভারতের পারফরম্যান্স ছিল হতাশাজনক। শ্রীলঙ্কার কাছে ১৯৯৭ সালের পর প্রথমবার ওডিআই সিরিজ হারে তারা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে পরাজিত হয় এবং এক দশক পর বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া করে।

নতুন নিয়মাবলী নিয়ে অজিত আগারকার বলেন, ‘প্রত্যেক দলেরই কিছু নিয়মাবলী থাকে। গত কয়েক মাস ধরে দলীয় উন্নতি এবং ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। এটি কোনো স্কুল নয় বা শাস্তির বিষয়ও নয়। জাতীয় দলে খেললে কিছু নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মগুলোর বেশিরভাগ আগে থেকেই ছিল। এগুলো শুধুই দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য।’

আগারকার আরও বলেন, ‘দলের খেলোয়াড়রা পরিপক্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজ নিজ জায়গায় তারকা। নিয়মগুলো তাদের খেলায় প্রভাব ফেলবে না বরং তাদের পারস্পরিক ঐক্য বাড়াবে।’

বিসিসিআই-এর ১০ দফা নির্দেশিকা প্রকাশের মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক ঐক্য বৃদ্ধি এবং দলের পরিবেশ উন্নত করা। তবে এই নির্দেশিকা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রোহিতের প্রতিক্রিয়া এবং আগারকারের ব্যাখ্যা নতুন নিয়মাবলীর বিষয়ে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। আসন্ন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই বিষয়গুলো নিয়ে বিসিসিআই-এর আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয় দেওয়া ভুয়া ব্যারিস্টার গ্রেপ্তার

গাজায় ৪৮ ঘণ্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০

০৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আসামির হুমকি / ‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে নারী-শিশুসহ দগ্ধ ৩

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

ইসরায়েলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

১০

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

১১

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

১২

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

১৩

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

১৪

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

১৫

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

১৬

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

১৭

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

১৮

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

১৯

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

২০
X