স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে সেঞ্চুরির পরও হতাশ এনামুল

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

বিপিএলের চলতি আসরে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় একটি দুর্দান্ত সেঞ্চুরি করেও দলের হার এড়াতে পারেননি। গতকাল (১৯ জানুয়ারি) রাতে ম্যাচের শেষ বলে সেঞ্চুরি পূরণ করলেও রাজশাহীর ৭ রানের লক্ষ্য পেরোনোর ব্যর্থতায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এনামুল শুধু নিজের ব্যাটিং নিয়েই নয়, দেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ না পাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন।

ম্যাচ শেষে এনামুল বলেন, ‘সেঞ্চুরি করলেও ম্যাচ জেতাতে না পারাটা খুব কষ্টের। এমন ম্যাচে জেতানো ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো ব্যাপার। স্কোরবোর্ড দেখে বুঝতে পারছিলাম, আমরা কতটুকু কাছে যেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পারিনি।’

তবে তার ৫৭ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কার মার। মাঠের চারপাশে শট খেলে নিজের ব্যাটিং সামর্থ্যের নতুন দিক তুলে ধরেন তিনি। এ নিয়ে তার ভাষ্য, ‘৩৬০ ডিগ্রি শট খেলার পেছনে অনেক পরিশ্রম করতে হয়। কোচ, থ্রোয়ার ও বলবয়দের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ। পাওয়ারপ্লে শেষে কীভাবে রান তোলা যায়, সেটা ভেবেই শট নির্বাচন করেছি।’

নিজের ব্যাটিং প্রসঙ্গ ছাড়াও সংবাদ সম্মেলনে এনামুল বিপিএলে দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ও বাইরের লিগে সুযোগ না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের অনেক ক্রিকেটার আছে, যারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে বড় তারকায় পরিণত হতে পারত। মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান, শামীমরা দারুণ পারফর্ম করছে। কিন্তু বাইরে খেলার সুযোগ না থাকায় তারা নিজেদের প্রমাণ করার জায়গা পায় না।’

আফগান ক্রিকেটারদের উদাহরণ দিয়ে এনামুল বলেন, ‘যেসব আফগান ক্রিকেটার জাতীয় দলে খেলেন না, তারাও বিগ ব্যাশ বা আইপিএলে খেলার সুযোগ পায়। আমাদের খেলোয়াড়দের মধ্যেও সেই যোগ্যতা আছে। সুযোগ পেলে তারা নিজেদের বড় তারকায় রূপান্তর করতে পারবে।’

সম্প্রতি দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে এনামুল স্বীকার করেন যে বেশিরভাগ খেলোয়াড় তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন। তবে কয়েকজন এখনও সম্পূর্ণ অর্থ পাননি বলে উল্লেখ করেন। এনামুল মজা করে বলেন, ‘প্রথম প্রশ্নই এ নিয়ে (হাসি...)! ২৫ শতাংশ পেয়েছি, আরেক দফায় ২৫ শতাংশ দেওয়ার কথা। বেশিরভাগ পেয়েছে, তবে দু–একজন বাদ পড়েছে কি না, জানি না।’

এই পরাজয়ের পর ৮ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ চিটাগং কিংসের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ।

এনামুলের সেঞ্চুরি নিয়ে যতই প্রশংসা করা হোক, তার এই আক্ষেপগুলো যেন দেশের ক্রিকেট ব্যবস্থার কিছু বাস্তব চিত্র তুলে ধরে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের সুযোগ বাড়ানো গেলে হয়তো এমন অনেক ক্রিকেটারই বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল

সরোজ মেহেদীর মায়াজালের মোড়ক উন্মোচন

যুবদলের কমিটিতে স্থান পাওয়া সেই ছাত্রলীগ-যুবলীগের পাঁচজনের পদ স্থগিত

নারী ফুটবল ইস্যু / জটিলতা কাটলেও ক্ষত শুকাবে তো!

গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার

ভাতা করে দেওয়ার নামে টাকা নেন মেম্বার

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে বিশেষ উদ্যোগ সরকারের

ইউক্রেনকে সহায়তা করবে ট্রাম্প, চায় দুর্লভ খনিজের অর্ধেক মালিকানা

সেই অধ্যাপকের বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ইমরানুর নেই, দ্রুততম মানব কে!

১০

‘আশিয়ান সিটি’ দিচ্ছে ঢাকায় জমি ক্রয়ের সুযোগ

১১

বান্দরবানে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

১২

এক বাসাতেই লুকিয়ে ছিলেন জামাই-শ্বশুর, অতঃপর...

১৩

চট্টগ্রামে ওয়াসার মোড়ে বোমা সদৃশ বস্তুর খবরে আতঙ্ক

১৪

জলবায়ু নিয়ে ঢালাও রাষ্ট্রীয় বয়ান পরিবর্তন জরুরি : শারমীন এস মুরশিদ

১৫

নির্বাচনের জন্য জনগণকে যেন রাস্তায় মরতে না হয় : গয়েশ্বর

১৬

‘কাগমারী সম্মেলনে স্বাধীনতার বীজ বুনেছিলেন মওলানা ভাসানী’

১৭

নারীরাই ধরিয়ে দিলেন নেত্রীকে, অতঃপর...

১৮

পিরোজপুরে মহিলা কলেজে ভোটের মাধ্যমে ছাত্রদলের কমিটি

১৯

হাসপাতাল থেকে কারাগারে সাবেক এমপি লতিফ

২০
X