স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে সেঞ্চুরির পরও হতাশ এনামুল

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

বিপিএলের চলতি আসরে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় একটি দুর্দান্ত সেঞ্চুরি করেও দলের হার এড়াতে পারেননি। গতকাল (১৯ জানুয়ারি) রাতে ম্যাচের শেষ বলে সেঞ্চুরি পূরণ করলেও রাজশাহীর ৭ রানের লক্ষ্য পেরোনোর ব্যর্থতায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এনামুল শুধু নিজের ব্যাটিং নিয়েই নয়, দেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ না পাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন।

ম্যাচ শেষে এনামুল বলেন, ‘সেঞ্চুরি করলেও ম্যাচ জেতাতে না পারাটা খুব কষ্টের। এমন ম্যাচে জেতানো ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো ব্যাপার। স্কোরবোর্ড দেখে বুঝতে পারছিলাম, আমরা কতটুকু কাছে যেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পারিনি।’

তবে তার ৫৭ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কার মার। মাঠের চারপাশে শট খেলে নিজের ব্যাটিং সামর্থ্যের নতুন দিক তুলে ধরেন তিনি। এ নিয়ে তার ভাষ্য, ‘৩৬০ ডিগ্রি শট খেলার পেছনে অনেক পরিশ্রম করতে হয়। কোচ, থ্রোয়ার ও বলবয়দের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ। পাওয়ারপ্লে শেষে কীভাবে রান তোলা যায়, সেটা ভেবেই শট নির্বাচন করেছি।’

নিজের ব্যাটিং প্রসঙ্গ ছাড়াও সংবাদ সম্মেলনে এনামুল বিপিএলে দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ও বাইরের লিগে সুযোগ না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের অনেক ক্রিকেটার আছে, যারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে বড় তারকায় পরিণত হতে পারত। মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান, শামীমরা দারুণ পারফর্ম করছে। কিন্তু বাইরে খেলার সুযোগ না থাকায় তারা নিজেদের প্রমাণ করার জায়গা পায় না।’

আফগান ক্রিকেটারদের উদাহরণ দিয়ে এনামুল বলেন, ‘যেসব আফগান ক্রিকেটার জাতীয় দলে খেলেন না, তারাও বিগ ব্যাশ বা আইপিএলে খেলার সুযোগ পায়। আমাদের খেলোয়াড়দের মধ্যেও সেই যোগ্যতা আছে। সুযোগ পেলে তারা নিজেদের বড় তারকায় রূপান্তর করতে পারবে।’

সম্প্রতি দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে এনামুল স্বীকার করেন যে বেশিরভাগ খেলোয়াড় তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন। তবে কয়েকজন এখনও সম্পূর্ণ অর্থ পাননি বলে উল্লেখ করেন। এনামুল মজা করে বলেন, ‘প্রথম প্রশ্নই এ নিয়ে (হাসি...)! ২৫ শতাংশ পেয়েছি, আরেক দফায় ২৫ শতাংশ দেওয়ার কথা। বেশিরভাগ পেয়েছে, তবে দু–একজন বাদ পড়েছে কি না, জানি না।’

এই পরাজয়ের পর ৮ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ চিটাগং কিংসের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ।

এনামুলের সেঞ্চুরি নিয়ে যতই প্রশংসা করা হোক, তার এই আক্ষেপগুলো যেন দেশের ক্রিকেট ব্যবস্থার কিছু বাস্তব চিত্র তুলে ধরে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের সুযোগ বাড়ানো গেলে হয়তো এমন অনেক ক্রিকেটারই বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

একটানা লম্বা ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট / চার দিনের মধ্যে দাবি না মানলে শাটডাউন

প্রকাশিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

হাঁস নাকি মুরগির ডিম বেশি উপকারী? যা বলছেন পুষ্টিবিদ 

ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে : মফিকুল হাসান

‘বাউলিয়ানার নামে ভণ্ডামি ছাড়ুন’

পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা সরকারের

আবুল সরকারের বিষয়ে অবস্থান পরিষ্কার করল এনসিপি

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

১০

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

১১

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

১২

জীবাশ্ম জ্বালানি ছাড়াই কপ-৩০ চুক্তি, শক্তি রূপান্তর কি তাহলে থমকে গেল?

১৩

এমআইইউর ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

কৃষকরাই বাংলাদেশের প্রাণ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

১৬

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

১৭

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

১৮

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

১৯

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

২০
X