শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে সেঞ্চুরির পরও হতাশ এনামুল

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

বিপিএলের চলতি আসরে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় একটি দুর্দান্ত সেঞ্চুরি করেও দলের হার এড়াতে পারেননি। গতকাল (১৯ জানুয়ারি) রাতে ম্যাচের শেষ বলে সেঞ্চুরি পূরণ করলেও রাজশাহীর ৭ রানের লক্ষ্য পেরোনোর ব্যর্থতায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এনামুল শুধু নিজের ব্যাটিং নিয়েই নয়, দেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ না পাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন।

ম্যাচ শেষে এনামুল বলেন, ‘সেঞ্চুরি করলেও ম্যাচ জেতাতে না পারাটা খুব কষ্টের। এমন ম্যাচে জেতানো ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো ব্যাপার। স্কোরবোর্ড দেখে বুঝতে পারছিলাম, আমরা কতটুকু কাছে যেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পারিনি।’

তবে তার ৫৭ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কার মার। মাঠের চারপাশে শট খেলে নিজের ব্যাটিং সামর্থ্যের নতুন দিক তুলে ধরেন তিনি। এ নিয়ে তার ভাষ্য, ‘৩৬০ ডিগ্রি শট খেলার পেছনে অনেক পরিশ্রম করতে হয়। কোচ, থ্রোয়ার ও বলবয়দের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ। পাওয়ারপ্লে শেষে কীভাবে রান তোলা যায়, সেটা ভেবেই শট নির্বাচন করেছি।’

নিজের ব্যাটিং প্রসঙ্গ ছাড়াও সংবাদ সম্মেলনে এনামুল বিপিএলে দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ও বাইরের লিগে সুযোগ না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের অনেক ক্রিকেটার আছে, যারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে বড় তারকায় পরিণত হতে পারত। মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান, শামীমরা দারুণ পারফর্ম করছে। কিন্তু বাইরে খেলার সুযোগ না থাকায় তারা নিজেদের প্রমাণ করার জায়গা পায় না।’

আফগান ক্রিকেটারদের উদাহরণ দিয়ে এনামুল বলেন, ‘যেসব আফগান ক্রিকেটার জাতীয় দলে খেলেন না, তারাও বিগ ব্যাশ বা আইপিএলে খেলার সুযোগ পায়। আমাদের খেলোয়াড়দের মধ্যেও সেই যোগ্যতা আছে। সুযোগ পেলে তারা নিজেদের বড় তারকায় রূপান্তর করতে পারবে।’

সম্প্রতি দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে এনামুল স্বীকার করেন যে বেশিরভাগ খেলোয়াড় তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন। তবে কয়েকজন এখনও সম্পূর্ণ অর্থ পাননি বলে উল্লেখ করেন। এনামুল মজা করে বলেন, ‘প্রথম প্রশ্নই এ নিয়ে (হাসি...)! ২৫ শতাংশ পেয়েছি, আরেক দফায় ২৫ শতাংশ দেওয়ার কথা। বেশিরভাগ পেয়েছে, তবে দু–একজন বাদ পড়েছে কি না, জানি না।’

এই পরাজয়ের পর ৮ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ চিটাগং কিংসের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ।

এনামুলের সেঞ্চুরি নিয়ে যতই প্রশংসা করা হোক, তার এই আক্ষেপগুলো যেন দেশের ক্রিকেট ব্যবস্থার কিছু বাস্তব চিত্র তুলে ধরে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের সুযোগ বাড়ানো গেলে হয়তো এমন অনেক ক্রিকেটারই বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১০

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১১

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১২

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৩

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৪

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৫

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৬

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৭

এই আলো কি সেই মেয়েটিই

১৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

১৯

বিচ্ছেদের ব্যথা ভুলতে কতটা সময় লাগে? যা বলছেন বিশেষজ্ঞরা

২০
X