স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল থেকে ২ বছরের নিষিদ্ধ হ্যারি ব্রুক

হ্যারি ব্রুক। ছবি : সংগৃহীত
হ্যারি ব্রুক। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুককে আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২০২৫ মৌসুম শুরুর ঠিক আগে হঠাৎ করে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, যে কোনো খেলোয়াড় নিলামে নাম নিবন্ধনের পর যদি তাকে কোনো দল কিনে নেয় এবং তারপর মৌসুম শুরুর আগে যদি তিনি নিজেকে প্রত্যাহার করে নেন, তবে তাকে দুই বছরের জন্য আইপিএল এবং আইপিএল নিলাম থেকে নিষিদ্ধ করা হবে।

একজন বিসিসিআই কর্মকর্তা এ নিয়ে বলেন, ‘ব্রুক এবং ইসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, বোর্ডের নিয়ম মেনেই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নীতি প্রত্যেক খেলোয়াড়ের জন্য সমান এবং সবাইকে এটি মেনে চলতে হবে।’

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে নেয়। কিন্তু ২০২৫ আইপিএল মৌসুম শুরুর আগে তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন, কারণ তিনি ইংল্যান্ডের আসন্ন সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে চান।

ব্রুক এক বিবৃতিতে বলেন, ‘আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি আইপিএল থেকে সরে দাঁড়ানোর। দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

তিনি আরও যোগ করেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময়, আর তাই আমি একটু বিশ্রাম নিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুতি নিতে চাই। আমি জানি, সবাই বিষয়টি বুঝবে না, তবে দেশের হয়ে খেলা আমার প্রধান লক্ষ্য এবং আমি সেটিতেই পুরোপুরি মনোযোগ দিতে চাই।’

২০২৪ সালের আইপিএলেও ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করেছিলেন ব্রুক—তখন তার দাদির মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক করা ব্রুক এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৯০ রান করেছেন, যেখানে একটি দুর্দান্ত সেঞ্চুরিও রয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই মৌসুম আইপিএল খেলতে পারবেন না ব্রুক, যা তার ফ্র্যাঞ্চাইজি লিগ ক্যারিয়ারের জন্য বড় এক ধাক্কা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই না : প্রভা

বয়স শিথিল করে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

ট্রাম্পের গাজা পরিকল্পনায় পাঁচ প্রশ্নের উত্তর নেই

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাস, জানাল এনটিআরসিএ

হত্যা মামলার ২০ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

আফগানিস্তানজুড়ে যে কারণে ইন্টারনেট সেবা বন্ধ

ট্রেন ছাড়তে দেরি, ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

খাগড়াছড়িতে সহিংসতার তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পাহাড়ের অবস্থা এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সময় জানা গেল

১১

এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশ্ব হার্ট ডে উদ্‌যাপন

১২

হান্নান মাসুদের মুচলেকায় মুক্ত সমন্বয়ক রাব্বিসহ চারজন চাঁদাবাজি মামলায় রিমান্ডে 

১৩

আবেগ দিয়ে ক্রিকেট বোর্ড চালানো উচিত না : আসিফ মাহমুদ

১৪

স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

১৫

মৃত স্বামীর সম্পত্তি পেতে দ্বিতীয় স্ত্রীর মামলা, তদন্তের নির্দেশ 

১৬

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০, অভিযোগ ভারতের দিকে

১৭

দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৮

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

১৯

উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

২০
X