শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল থেকে ২ বছরের নিষিদ্ধ হ্যারি ব্রুক

হ্যারি ব্রুক। ছবি : সংগৃহীত
হ্যারি ব্রুক। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুককে আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২০২৫ মৌসুম শুরুর ঠিক আগে হঠাৎ করে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, যে কোনো খেলোয়াড় নিলামে নাম নিবন্ধনের পর যদি তাকে কোনো দল কিনে নেয় এবং তারপর মৌসুম শুরুর আগে যদি তিনি নিজেকে প্রত্যাহার করে নেন, তবে তাকে দুই বছরের জন্য আইপিএল এবং আইপিএল নিলাম থেকে নিষিদ্ধ করা হবে।

একজন বিসিসিআই কর্মকর্তা এ নিয়ে বলেন, ‘ব্রুক এবং ইসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, বোর্ডের নিয়ম মেনেই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নীতি প্রত্যেক খেলোয়াড়ের জন্য সমান এবং সবাইকে এটি মেনে চলতে হবে।’

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে নেয়। কিন্তু ২০২৫ আইপিএল মৌসুম শুরুর আগে তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন, কারণ তিনি ইংল্যান্ডের আসন্ন সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে চান।

ব্রুক এক বিবৃতিতে বলেন, ‘আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি আইপিএল থেকে সরে দাঁড়ানোর। দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

তিনি আরও যোগ করেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময়, আর তাই আমি একটু বিশ্রাম নিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুতি নিতে চাই। আমি জানি, সবাই বিষয়টি বুঝবে না, তবে দেশের হয়ে খেলা আমার প্রধান লক্ষ্য এবং আমি সেটিতেই পুরোপুরি মনোযোগ দিতে চাই।’

২০২৪ সালের আইপিএলেও ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করেছিলেন ব্রুক—তখন তার দাদির মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক করা ব্রুক এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৯০ রান করেছেন, যেখানে একটি দুর্দান্ত সেঞ্চুরিও রয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই মৌসুম আইপিএল খেলতে পারবেন না ব্রুক, যা তার ফ্র্যাঞ্চাইজি লিগ ক্যারিয়ারের জন্য বড় এক ধাক্কা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

পূর্ব ইয়েমেনের সাইইউন শহরের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১০

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১১

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১২

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৩

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৪

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৫

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৭

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৮

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৯

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X