স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে কোন ১৫ জনকে দেখতে চান, জানালেন সৌরভ

২০২৩ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারত দল দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ছবি : সংগৃহীত
২০২৩ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারত দল দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইর প্রধান নির্বাচক এবং দেশটির সাবেক পেসার অজিত আগারকার জানিয়ে ছিলেন, আগামী ৫ সেপ্টেম্বরের আগে জানানো হবে ভারতের বিশ্বকাপ স্কোয়াড। তবে, খুব সম্ভবত নির্বাচকদের ঘোষণার আগে নিজেদের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড পেয়ে গেছে ভারত।

দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন নিজের পছন্দের দল। সৌরভের অধিনায়কত্বে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটানো আগারকার তাতে খুব বেশি পরিবর্তন আনবেন না বলে মনে করেছেন অনেকে।

ভারতের সফলতম অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটীয় জীবন শেষে প্রসাশক হিসেবে বেশ সফল তিনি। ছিলেন বিসিসিআই এবং আইসিসির সভাপতি। বর্তমানে সময় ব্যয় করছেন কলকাতার ক্রিকেটের উন্নয়নে।

ভারতীয় ক্রিকেটের এক সময়ের দাদার হাত ধরে ওঠে এসেছেন জহির খান, যুবরাজ সিং, আশিষ নেহরা, অজিত আগারকারদের মতো তারকা ক্রিকেটার। তাই নিজের পছন্দের বিশ্বকাপ স্কোয়াডে তরুণদের তুলনায় বেশি প্রাধান্য পেয়েছেন অভিজ্ঞরাই।

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। স্বাগতিক হওয়ায় প্রত্যাশার চাপ থাকবে বেশি। প্রতিটি ম্যাচে হুমড়ি খেয়ে পড়বেন সমর্থকরাও। সেই চাপ সামলাতে বিশ্বকাপের ১৫ জনের দলে অভিজ্ঞদের সুযোগ দিতে চান সৌরভ।

চলতি মাসে শ্রীলঙ্কা ও পাকিস্তানে বসবে এশিয়া কাপের নতুন আসর। এর জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়া কাপের এই দল থেকে তিনজনকে বাদ দিয়েছেন সৌরভ। তার মতে, বাদ পড়া ক্রিকেটাররা বিশ্বকাপে খেলার জন্য যোগ্য। তাই এই তিনজন স্ট্যান্ড বাই ক্রিকেটারের তালিকায় রেখেছেন তিনি।

ভারতীয় সাবেক অধিনায়কের দলে জায়গা হয়নি তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ ও সঞ্জু স্যামসনের। সৌরভের ঘোষিত ১৫ জনের দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জশপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ও কুলদীপ যাদব।

এ ছাড়া সৌরভ জানিয়েছেন, কোনো ব্যাটার ইনজুরিতে পড়লে তার পরিবর্তে তিলককে আনবেন তিনি। তেমনই কোনো পেস বোলার চোট পেলে দলে ঢুকবেন প্রসিদ্ধ কৃষ্ণ। আর স্পিনারদের কেউ ইনজুরি আক্রান্ত হলে সুযোগ পাবেন যুজবেন্দ্র চহাল।

আগামী ৫ অক্টোবর, গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। এর তিন দিন পর অর্থাৎ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানাজায় ব্যস্ত খামারি, সেই সুযোগে ৮০০ হাঁস লুট

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

‘বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারা বিশ্বাস করে’

৩৬ হাজারে বিক্রি ২৪ কেজির কোরাল

কিছু বিষয় আলোচনা না হলেও জুলাই সনদে রাখা হয়েছে : সালাহউদ্দিন

খাবারে বিষক্রিয়া, বন্ধ হলো রণবীরের সিনেমার শুটিং

ভিটাসহ শ্বশুরবাড়ি বিক্রি করে দিলেন নাজমুল

ব্রাজিল দলে জায়গা হারাচ্ছেন ভিনি!

সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন সানি লিওন

কম্পিউটারের জন্য নিখোঁজ, ১০ দিনেও মেলেনি রাকিবের সন্ধান

১০

বুকে ব্যথা, জ্ঞান হারালেন পাকিস্তানি অভিনেত্রী

১১

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে : রিজভী

১২

আশুলিয়ায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩

ওয়াইফাইয়ের গতি কম? বাড়াবেন যে ১০ উপায়ে

১৪

জেনেভা ক্যাম্পের হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার  

১৫

রিয়ালের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনি

১৬

মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৭

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

১৮

শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে চৌদ্দগ্রাম ইউএনওর অভিযান

১৯

কাজে আসছে না কোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

২০
X