শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

গৌতম গম্ভীরকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি

গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ইমেলটির বিষয় ছিল 'ISIS' এবং তাতে লেখা ছিল মাত্র তিনটি শব্দ—“I kill you” (আমি তোকে মেরে ফেলব)।

ঘটনার পরপরই গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। দিল্লি পুলিশের সাইবার সেল ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং হুমকির উৎস খুঁজে বের করার কাজ চালাচ্ছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে যুক্ত একটি ইমেল আইডিতে একটি হুমকিমূলক বার্তার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। তিনি আগে থেকেই দিল্লি পুলিশের সুরক্ষায় রয়েছেন, তবে নিরাপত্তা নিয়ে বিস্তারিত বলা আমাদের নীতির মধ্যে পড়ে না।’

এই হুমকি এমন সময়ে এসেছে, যখন মাত্র দু’দিন আগেই জম্মু-কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। ওই হামলায় নিহত হন ২৬ জন। ওই ঘটনায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন জড়িত ছিল, যা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি শাখা।

সোমবার গম্ভীর এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে ওই হামলার তীব্র নিন্দা করেন। তিনি লেখেন, ‘নিহতদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার পেছনে রয়েছে, তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে। ভারত জবাব দেবে।’

উল্লেখ্য, ২০২১ সালেও গম্ভীর ‘আইএসআইএস কাশ্মীর’-এর তরফ থেকে এমন হুমকি পেয়েছিলেন। সম্প্রতি তিনি ফ্রান্স থেকে পারিবারিক সফর সেরে দেশে ফেরেন এবং আইপিএল চলাকালীন জাতীয় দলের কোচ হিসেবে কিছুটা বিশ্রামে রয়েছেন। জুলাই ২০২৪-এ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে তিনি ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন।

যদিও সাম্প্রতিক সময়ে গম্ভীরের কোচিংয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয় করে উজ্জ্বল সাফল্য পেয়েছে, তবে তার কোচিংয়ের শুরুটা ছিল কঠিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হার এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ০-৩ ব্যবধানে হার, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ১-৩ সিরিজ হার ও বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া—এই সবই তাকে চাপে ফেলে দেয়।

বর্তমানে নিরাপত্তা বাহিনী এই হুমকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

১১

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১২

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১৩

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১৪

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

১৬

হাদিকে গুলি : হামলাকারীদের বিষয়ে ডিএমপির অনুরোধ

১৭

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

১৮

ডিএনএ বদলাতে শুরু করেছে মেরু ভালুক

১৯

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

২০
X