স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

গৌতম গম্ভীরকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি

গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ইমেলটির বিষয় ছিল 'ISIS' এবং তাতে লেখা ছিল মাত্র তিনটি শব্দ—“I kill you” (আমি তোকে মেরে ফেলব)।

ঘটনার পরপরই গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। দিল্লি পুলিশের সাইবার সেল ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং হুমকির উৎস খুঁজে বের করার কাজ চালাচ্ছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে যুক্ত একটি ইমেল আইডিতে একটি হুমকিমূলক বার্তার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। তিনি আগে থেকেই দিল্লি পুলিশের সুরক্ষায় রয়েছেন, তবে নিরাপত্তা নিয়ে বিস্তারিত বলা আমাদের নীতির মধ্যে পড়ে না।’

এই হুমকি এমন সময়ে এসেছে, যখন মাত্র দু’দিন আগেই জম্মু-কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। ওই হামলায় নিহত হন ২৬ জন। ওই ঘটনায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন জড়িত ছিল, যা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি শাখা।

সোমবার গম্ভীর এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে ওই হামলার তীব্র নিন্দা করেন। তিনি লেখেন, ‘নিহতদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার পেছনে রয়েছে, তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে। ভারত জবাব দেবে।’

উল্লেখ্য, ২০২১ সালেও গম্ভীর ‘আইএসআইএস কাশ্মীর’-এর তরফ থেকে এমন হুমকি পেয়েছিলেন। সম্প্রতি তিনি ফ্রান্স থেকে পারিবারিক সফর সেরে দেশে ফেরেন এবং আইপিএল চলাকালীন জাতীয় দলের কোচ হিসেবে কিছুটা বিশ্রামে রয়েছেন। জুলাই ২০২৪-এ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে তিনি ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন।

যদিও সাম্প্রতিক সময়ে গম্ভীরের কোচিংয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয় করে উজ্জ্বল সাফল্য পেয়েছে, তবে তার কোচিংয়ের শুরুটা ছিল কঠিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হার এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ০-৩ ব্যবধানে হার, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ১-৩ সিরিজ হার ও বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া—এই সবই তাকে চাপে ফেলে দেয়।

বর্তমানে নিরাপত্তা বাহিনী এই হুমকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে তাবলিগ জামায়াতের পাকিস্তানি সূরা সদস্যের মৃত্যু

‘বিদেশিদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না’

আদালত চত্বর থেকে পালাল আসামি

মেডিকেল ভর্তি পরীক্ষা : প্রেক্ষাপট বাংলাদেশ

আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক : সিবগাতুল্লাহ সিগবা

১০ মণ ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি

‘বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে’

কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলায় জড়িত ২ জন গ্রেপ্তার

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে সারজিসের স্ট্যাটাস

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

১০

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া

১১

রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

১২

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের গণমিছিল

১৪

ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ

১৫

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

১৬

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

১৭

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

১৮

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু

১৯

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

২০
X