জিম্বাবুয়ের ডাগলাস ম্যারিয়ার কথা নিশ্চয়ই মনে আছে। অদ্ভুত এক শটে বিব্রত করেছিলেন অস্ট্রেলিয়ার গ্রেট পেসার গ্লেন ম্যাকগ্রাকে। সেই শটটিই এখন স্কুপ নামে পরিচিত। এরপর ক্রিকেটে এমন সৃষ্টিশীল শটের আবির্ভাব হয়েছে অনেক। এই যেমন বীরেন্দ্র শেহবাগের আপকাট, মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট, দিলশানের দিলস্কুপ।
তবে এবার তারকা ক্রিকেটারদের পেছনে ফেলেছেন অজপাড়াগাঁয়ের এক কিশোর। নাম-না-জানা সেই কিশোরের ক্রিকেট ব্যাকরণের বাইরের একটি শট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, অনেকটা উড়ন্ত ভঙ্গিতে প্রায় মাটিতে শুয়ে একটি শট নেন সেই কিশোর। এতে হাস্যরস সৃষ্টি হয় মাঠে উপস্থিত দর্শকের মধ্যে। এমনকি বিপক্ষ দলের ক্রিকেটারদের মাঝেও ছড়ি পেড়ে সেই হাস্যরস। অনেক ক্রিকেটবোদ্ধার কাছ থেকে তিনি এই শটের জন্য বাহবা পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও এর মধ্যেই অসংখ্যবার শেয়ার করা হয়েছে।
ভিডিওটি দেখার লিংক নিচে দেয়া হল।
https://twitter.com/shrikantd31/status/1642017269881372673?s=20
মন্তব্য করুন