রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগেই আইপিএলে থাকা খেলোয়াড়দের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

আইপিএলে খেলা দুই প্রোটিয়া ক্রিকেটার এনগিডি ও জানসেন। ছবি : সংগৃহীত
আইপিএলে খেলা দুই প্রোটিয়া ক্রিকেটার এনগিডি ও জানসেন। ছবি : সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সামনে রেখে আইপিএল থেকে নিজের খেলোয়াড়দের ফেরাতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার বোর্ড চাচ্ছে, ফাইনালের জন্য ৮ জন নির্বাচিত ক্রিকেটার যেন মে ২৬ তারিখের মধ্যেই ভারতে চলমান আইপিএল ২০২৫ থেকে নিজ দেশে ফিরে আসেন, এমনটাই দাবি বিভিন্ন গণমাধ্যমের। ইংল্যান্ডে আগামী ১১ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নের লড়াইয়ের আগে যথাযথ প্রস্তুতির জন্যই এমন পদক্ষেপ নিচ্ছে তারা।

দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড বিষয়টি নিয়ে বলেন, ‘আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল যে আইপিএলের ফাইনাল ২৫ মে হলে, খেলোয়াড়রা ২৬ মে দেশে ফিরবে। এতে করে ৩০ তারিখ ইংল্যান্ডে উড়াল দেওয়ার আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। আমাদের দিক থেকে কিছুই বদলায়নি। এখনো আমরা সেটিই চাই। বিষয়টি নিয়ে সিএসএর ডিরেক্টর অব ক্রিকেট এনক এনকওয়ে ও সিইও ফোলেটসি মোসেক আলোচনায় রয়েছেন।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে যারা রয়েছেন, তারা হলেন: কগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, আইডেন মারক্রাম, রায়ান রিকেলটন, উইয়ান মাল্ডার, করবিন বশ এবং ট্রিস্টান স্টাবস। এরা প্রত্যেকেই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন।

তবে সমস্যা হয়েছে আইপিএলের সময়সূচি নিয়ে। সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় ১৭ মে শুরু হচ্ছে আইপিএল, যেখানে লিগ পর্ব গড়াবে ২৭ মে পর্যন্ত এবং প্লে-অফ শুরু হবে ২৯ মে থেকে। ফলে দক্ষিণ আফ্রিকার ২৬ মে’র সময়সীমার সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সিএসএ চায়, প্রয়োজন হলে খেলোয়াড়দের আগেভাগেই ছাড়পত্র দিক ফ্র্যাঞ্চাইজিগুলো।

আইপিএল থেকে দক্ষিণ আফ্রিকার সব খেলোয়াড়কেই অবশ্য ফেরাতে হচ্ছে না। কারণ কিছু ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে প্লে-অফের বাইরে চলে গেছে। যেমন, সানরাইজার্স হায়দরাবাদ তাদের শেষ ম্যাচ খেলবে ২৫ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। লক্ষ্নৌ সুপার জায়ান্টসের প্লে-অফে ওঠা অনিশ্চিত, তাদের শেষ ম্যাচ ২৭ মে আরসিবির বিপক্ষে। এসব দলের দক্ষিণ আফ্রিকান সদস্যরা সময়মতো ফিরতে পারেন বলেই আশা করছে সিএসএ।

সিএসএর ডিরেক্টর অব ক্রিকেট এনক এনকওয়ে নিশ্চিত করেছেন, বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে এই ইস্যুতে আলোচনা চলছে। খেলোয়াড়রা আগামী ৩১ মে ইংল্যান্ডের অ্যারান্ডেলে একত্র হবেন এবং ৩ থেকে ৬ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন, যা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে গুরুত্বপূর্ণ মহড়া হিসেবে দেখা হচ্ছে।

আইপিএলে থাকা দক্ষিণ আফ্রিকার বাকি খেলোয়াড়দের তালিকায় আছেন: ডেওয়াল্ড ব্রেভিস, ফাফ ডু প্লেসিস, ডোনোভান ফেরেইরা, জেরাল্ড কোটজি, কুইন্টন ডি কক, আনরিখ নরকিয়া, ডেভিড মিলার, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, কোয়েনা মাফাকা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস এবং হেইনরিখ ক্লাসেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে জাতীয় দায়িত্বকে অগ্রাধিকার দিতে গিয়ে দক্ষিণ আফ্রিকা যেমন কঠোর অবস্থান নিয়েছে, সেটি অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্যও একটি বার্তা হতে পারে—আইপিএল যত বড় মঞ্চই হোক, দেশের জার্সির চেয়ে বড় কিছু নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া বার্তা

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

বরিশালে আটকে গেল বিএনপি প্রার্থী সান্টুর মনোনয়ন

ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মাদুরোর ছবি প্রকাশ, জানা গেল সঠিক অবস্থান

নিরাপত্তা ও মুস্তাফিজ ইস্যুতে আইসিসিকে চিঠি দিতে যাচ্ছে বিসিবি

কারা হেফাজতে চিকিৎসাধীন আ.লীগ নেতার মৃত্যু

জুলাই যোদ্ধাদের ত্যাগে ভোটাধিকার ফিরেছে : মেজর হাফিজ

প্রথমবারের মতো মুখ খুললেন ভেনেজুয়েলার বিরোধী নেতা

১০

ভেনেজুয়েলার ক্ষমতা যাবে কার হাতে?

১১

মুস্তাফিজ–আইপিএল ইস্যুতে যা বলছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা

১২

অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য : জুনায়েদ সাকি

১৩

এনসিপির ১ নেতাকে অব্যাহতি

১৪

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৫

তারেক রহমানকে সমবেদনা জানালেন হিন্দু সম্প্রদায়ের নেতারা

১৬

চবিতে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১.৯৯ শতাংশ, এক অভিভাবকের মৃত্যু

১৭

দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট : উপদেষ্টা রিজওয়ানা

১৮

জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

১৯

ছুরিকাঘাতের পর গায়ে আগুন / শরীয়তপুরের সেই ব্যবসায়ী খোকন দাসের মৃত্যু

২০
X