স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগেই আইপিএলে থাকা খেলোয়াড়দের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

আইপিএলে খেলা দুই প্রোটিয়া ক্রিকেটার এনগিডি ও জানসেন। ছবি : সংগৃহীত
আইপিএলে খেলা দুই প্রোটিয়া ক্রিকেটার এনগিডি ও জানসেন। ছবি : সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সামনে রেখে আইপিএল থেকে নিজের খেলোয়াড়দের ফেরাতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার বোর্ড চাচ্ছে, ফাইনালের জন্য ৮ জন নির্বাচিত ক্রিকেটার যেন মে ২৬ তারিখের মধ্যেই ভারতে চলমান আইপিএল ২০২৫ থেকে নিজ দেশে ফিরে আসেন, এমনটাই দাবি বিভিন্ন গণমাধ্যমের। ইংল্যান্ডে আগামী ১১ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নের লড়াইয়ের আগে যথাযথ প্রস্তুতির জন্যই এমন পদক্ষেপ নিচ্ছে তারা।

দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড বিষয়টি নিয়ে বলেন, ‘আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল যে আইপিএলের ফাইনাল ২৫ মে হলে, খেলোয়াড়রা ২৬ মে দেশে ফিরবে। এতে করে ৩০ তারিখ ইংল্যান্ডে উড়াল দেওয়ার আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। আমাদের দিক থেকে কিছুই বদলায়নি। এখনো আমরা সেটিই চাই। বিষয়টি নিয়ে সিএসএর ডিরেক্টর অব ক্রিকেট এনক এনকওয়ে ও সিইও ফোলেটসি মোসেক আলোচনায় রয়েছেন।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে যারা রয়েছেন, তারা হলেন: কগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, আইডেন মারক্রাম, রায়ান রিকেলটন, উইয়ান মাল্ডার, করবিন বশ এবং ট্রিস্টান স্টাবস। এরা প্রত্যেকেই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন।

তবে সমস্যা হয়েছে আইপিএলের সময়সূচি নিয়ে। সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় ১৭ মে শুরু হচ্ছে আইপিএল, যেখানে লিগ পর্ব গড়াবে ২৭ মে পর্যন্ত এবং প্লে-অফ শুরু হবে ২৯ মে থেকে। ফলে দক্ষিণ আফ্রিকার ২৬ মে’র সময়সীমার সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সিএসএ চায়, প্রয়োজন হলে খেলোয়াড়দের আগেভাগেই ছাড়পত্র দিক ফ্র্যাঞ্চাইজিগুলো।

আইপিএল থেকে দক্ষিণ আফ্রিকার সব খেলোয়াড়কেই অবশ্য ফেরাতে হচ্ছে না। কারণ কিছু ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে প্লে-অফের বাইরে চলে গেছে। যেমন, সানরাইজার্স হায়দরাবাদ তাদের শেষ ম্যাচ খেলবে ২৫ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। লক্ষ্নৌ সুপার জায়ান্টসের প্লে-অফে ওঠা অনিশ্চিত, তাদের শেষ ম্যাচ ২৭ মে আরসিবির বিপক্ষে। এসব দলের দক্ষিণ আফ্রিকান সদস্যরা সময়মতো ফিরতে পারেন বলেই আশা করছে সিএসএ।

সিএসএর ডিরেক্টর অব ক্রিকেট এনক এনকওয়ে নিশ্চিত করেছেন, বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে এই ইস্যুতে আলোচনা চলছে। খেলোয়াড়রা আগামী ৩১ মে ইংল্যান্ডের অ্যারান্ডেলে একত্র হবেন এবং ৩ থেকে ৬ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন, যা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে গুরুত্বপূর্ণ মহড়া হিসেবে দেখা হচ্ছে।

আইপিএলে থাকা দক্ষিণ আফ্রিকার বাকি খেলোয়াড়দের তালিকায় আছেন: ডেওয়াল্ড ব্রেভিস, ফাফ ডু প্লেসিস, ডোনোভান ফেরেইরা, জেরাল্ড কোটজি, কুইন্টন ডি কক, আনরিখ নরকিয়া, ডেভিড মিলার, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, কোয়েনা মাফাকা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস এবং হেইনরিখ ক্লাসেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে জাতীয় দায়িত্বকে অগ্রাধিকার দিতে গিয়ে দক্ষিণ আফ্রিকা যেমন কঠোর অবস্থান নিয়েছে, সেটি অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্যও একটি বার্তা হতে পারে—আইপিএল যত বড় মঞ্চই হোক, দেশের জার্সির চেয়ে বড় কিছু নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প

ট্রাম্প-পুতিন বৈঠক চলাকালে ইউক্রেনে ৮৫ ড্রোন হামলা

গাজীপুরে সাত মাসে সড়কে প্রাণ গেছে ৩৪ জনের

ঢাকায় আনা হলো হাতির আঘাতে আহত চিকিৎসকদের

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, জেনে নিন কী থাকছে

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আর আটকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার

ইংল্যান্ডের ১৩৬ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বেথেল

১০

দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে : রিজভী

১১

বানানীতে রাব্বি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব

১২

তরুণদের রক্তে ফিরতে পারে ত্বকের তারুণ্য

১৩

গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখতে হবে : সালাহউদ্দিন 

১৪

শরতের প্রথম দিন আজ

১৫

বিপুল অস্ত্র উদ্ধার, রাজশাহীতে বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

১৬

কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’

১৭

৬৩ বছরে পা রাখতেন রক লেজেন্ড আইয়ুব বাচ্চু

১৮

টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট? সামনে এলো সত্য ঘটনা

১৯

যমুনায় দ্রুত বাড়ছে পানি, প্লাবিত নিম্নভূমি

২০
X