স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিরা ফিরছেন আইপিএলে, অস্ট্রেলিয়ানদের নিয়ে সংশয়

আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

এক সপ্তাহ বন্ধ থাকার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে ১৭ মে থেকে, আর আইপিএলের ফ্রাঞ্চাইজি গুলোর জন্য সুখবর পুনরায় শুরু হওয়া পর্বে অংশ নিতে অধিকাংশ বিদেশি ক্রিকেটারই ফিরতে সম্মত হয়েছেন। যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে কিছু ফেরত আসছেন না, তবে প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জস বাটলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোটজিদের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফেরার খবর স্বস্তির নিঃশ্বাস ফেলে দিয়েছে দলগুলোর জন্য।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ) জানিয়েছে, ‘খেলোয়াড়দের নিজস্ব সিদ্ধান্তকে আমরা সম্মান করব। যারা আইপিএলে ফিরতে চায়, তাদের প্রস্তুতির দিক বিবেচনা করে আমরা কাজ করব।’

সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে থাকা প্যাট কামিন্স এবং ওপেনার ট্রাভিস হেড ইতোমধ্যেই আইপিএলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও হায়দরাবাদ ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে, তবুও তারা লক্ষ্নৌ সুপার জায়ান্টস (১৯ মে) ও কলকাতা নাইট রাইডার্সের (২৫ মে) বিপক্ষে শেষ দুই ম্যাচে অংশ নেবেন। এরপর তারা দেশে ফিরে যাবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য।

গুজরাট টাইটানসের সকল বিদেশি ক্রিকেটার আইপিএলের বাকি ম্যাচে অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং জেরাল্ড কোটজি। টাইটানসের প্লে-অফে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে, ফলে তাদের এই ফেরাটা গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং চলতি আসরের শীর্ষ পাঁচ ব্যাটারের একজন জস বাটলার আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড চোটের কারণে আইপিএলের বাকি অংশে ফিরছেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতোমধ্যে জানিয়েছে, তাকে পাওয়া যাবে না। তবে দলের অন্যান্য বিদেশি খেলোয়াড় যেমন লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিদি, নুয়ান থুশারা—সবাই ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

মিচেল স্টার্কের ফেরাও এখনো অনিশ্চিত। ৮ মে ধর্মশালায় পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ স্থগিত হওয়ার পর ১০ ঘণ্টার দীর্ঘ বাস ও ট্রেন যাত্রায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। সেই ম্যাচে থাকা জেক ফ্রেজার ম্যাকগার্ক পুরোপুরি বিব্রত এবং তার ফেরা প্রায় অসম্ভব বলেই ধরা হচ্ছে।

দিল্লি ক্যাপিটালসের অন্য বিদেশিরা—ফাফ ডু প্লেসিস ও ট্রিস্টান স্টাবস—তবে ফিরবেন বলে জানা গেছে। কারণ দিল্লি এখনো প্লে-অফের লড়াইয়ে রয়েছে।

পাঞ্জাব কিংস এখনো জশ ইংলিশ এবং মার্কাস স্টইনিসের প্রত্যাবর্তন নিয়ে নিশ্চিত নয়। ইংলিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে থাকায় তার ফেরা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস নিশ্চিত করেছে যে, তাদের অধিকাংশ বিদেশি ক্রিকেটার, বিশেষ করে ডেভন কনওয়ে ফিরছেন। তবে রচিন রবীন্দ্রের ফেরা এখনো নিশ্চিত নয়।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বাইরের অন্যান্য বিদেশি ক্রিকেটাররা ইতোমধ্যে ভারত বা আশেপাশের দেশে যেমন দুবাই, সিঙ্গাপুর বা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন এবং আইপিএল ফের শুরুর আগেই তাদের যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।

কলকাতা নাইট রাইডার্স আশাবাদী তাদের অধিকাংশ বিদেশি ক্রিকেটার ফিরবেন, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দল কৌশলগত কারণে এখনো কিছু বলছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X