সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছিলেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে শতক হাঁকানোর পরের ম্যাচে তিনি দলে না থাকায় অবাক হয়েছে সবাই। এবার বিসিবি জানালো কী কারণে দলে নেই এই তরুণ ওপেনার।
জানা যায় প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় বাঁ-চোঁয়ার কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। সতর্কতামূলক ব্যবস্থায় তিনি এরপর আর মাঠে নামেননি, দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে।
আজ ম্যাচের আগে ইমনের ফিটনেস টেস্ট নেওয়া হয়। সেখানে চোটের গুরুতরতা ধরা না পড়ায় তাকে ‘ফিট টু প্লে’ ঘোষণা করেন দলের ফিজিও। তবে এখানেই শেষ নয়—চূড়ান্ত সিদ্ধান্তে চমক রেখেছে দল ব্যবস্থাপনা।
দল জানায়, পূর্ণ ফিটনেস নিশ্চিত করতে ইমনকে আরও সময় দিচ্ছে তারা। ফলে আজকের দ্বিতীয় ম্যাচে ইমনকে রাখা হয়নি চূড়ান্ত একাদশে। মানে, তার মাঠে ফেরা আরও কিছুটা অপেক্ষার।
এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে এগিয়ে আছে টাইগাররা। সিরিজের মাঝপথে ইমনের এমন চোট এবং তারপর তার বিশ্রামের সিদ্ধান্ত দল পরিচালনায় পরিণত হয়েছে গুরুত্বপূ্র্ণ এক মুভ।
চোট গুরুতর না হলেও, টি-টোয়েন্টির মতো হাই-ইনটেনসিটি ফরম্যাটে দ্রুত ফিরে এসে ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নয় টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে এমন সিদ্ধান্ত তাদের।
টাইগার ওপেনার ইমনকে হয়তো দেখা যাবে সিরিজের শেষ ম্যাচে, যদি শারীরিক অবস্থা পুরোপুরি ছাড়পত্র দেয়। আপাতত, ইমনকে ঘিরে আশাবাদীই থাকছে টিম বাংলাদেশ।
মন্তব্য করুন