স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামে খাবার-পানি নেওয়ার অনুমতি, মানতে হবে ১২টি শর্ত

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে ঢুকতে না পারা নিয়ে দর্শকদের ভোগান্তি আর ক্ষোভের শেষ ছিল না। টিকিট কিনেও মাঠে গিয়ে উচ্চমূল্যে কিনতে হতো পানি কিংবা হালকা খাবার। সেই সমস্যার সমাধান আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকেই দর্শকরা নিজেদের সঙ্গে খাবার ও পানি স্টেডিয়ামে আনতে পারবেন—আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। তবে শর্তও থাকছে বেশ কিছু। নিরাপত্তা, শৃঙ্খলা এবং স্টেডিয়ামের পরিবেশ বজায় রাখতে এই ১২টি নির্দেশনা মেনে চলতে হবে সবাইকে।

কোন কোন শর্ত মানতে হবে?

১. বিসিবি ও স্টেডিয়ামের স্পনসরদের বাণিজ্যিক বাধ্যবাধকতা এবং সব নিয়ম মেনে চলতে হবে দর্শকদের।

২. আগ্নেয়াস্ত্র, ফ্লেয়ার, আতশবাজি, সিগারেট, লাইটার, কাচের বোতল, কর্কযুক্ত পানীয়, ভুভুজেলা, বাঁশি, ছুরি, লেজার পয়েন্টার, ভিডিও ক্যামেরা—এসব কঠোরভাবে নিষিদ্ধ।

৩. কোনো দুর্ঘটনা বা ব্যক্তিগত ক্ষতির জন্য বিসিবি দায়ী থাকবে না।

৪. কেউ যদি নিরাপত্তার জন্য হুমকি মনে হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাকে মাঠে ঢুকতে না দেওয়ার বা বের করে দেওয়ার অধিকার বিসিবির থাকবে।

৫. বাইরে থেকে আনা খাবার-পানীয় নিরাপত্তা কর্মীদের তল্লাশি সাপেক্ষে অনুমোদন পেলেই ভেতরে নেওয়া যাবে।

৬. অনুমোদনহীন কোনো ধরনের ব্র্যান্ডিং স্টেডিয়ামে নিষিদ্ধ।

৭. ম্যাচ গড়াপেটা বা দুর্নীতিমূলক কার্যকলাপ দমন ও আইনের আওতায় আনতে বদ্ধপরিকর বিসিবি।

৮. স্টেডিয়ামের ভেতরে বা বাইরে বাজি নিষিদ্ধ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

৯. বাজির সঙ্গে জড়িত ব্যক্তিকে আইন প্রয়োগকারী সংস্থা ও বিসিবির দুর্নীতি দমন শাখা শাস্তিযোগ্য অপরাধী হিসেবে বিবেচনা করবে।

১০. স্টেডিয়ামের সব স্ট্যান্ডেই ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।

১১. দর্শকদের আইসিসির বৈষম্য বিরোধী নীতিমালা অনুসরণ করতে হবে। লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

১২. জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কেউ অপমানসূচক ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে স্টেডিয়াম থেকে বহিষ্কার করা হবে।

এখন থেকে মাঠে খেলা দেখার পাশাপাশি দর্শকরা নিজের খাবার-পানীয় নিয়ে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। তবে বিসিবি মনে করিয়ে দিয়েছে—স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও জরুরি। নির্দেশনাগুলো মেনে চললে মাঠের পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি খেলা উপভোগ করাও হবে স্বাচ্ছন্দ্যের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে সহপাঠীসহ ৩ জন রিমান্ডে

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে

কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুর্বৃত্তরা

বন্ধুত্বের টানে যশোরে কোরিয়ান নাগরিক সিমকো 

হিরো আলমকে হত্যাচেষ্টায় জামিন পেলেন ম্যাক্স অভি

হাসনাত-সাদিকসহ অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন যারা

গতি বাড়াতেই বিচ্ছিন্ন হয় বগি, শব্দ পেয়ে ট্রেন থামালেন চালক

দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় যা বললেন আলোচিত ফয়জুল হক

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার 

১০

সিনেমার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

১১

আজও কমলো স্বর্ণ ও রুপার দাম

১২

চমকে দিলেন ফারিণ

১৩

সাগরের ৩৯২ মিটার গভীরে কী বানাচ্ছে নরওয়ে

১৪

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

১৫

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

১৬

সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

১৭

কনার রহস্যজনক পোস্ট

১৮

অস্ট্রেলিয়ায় প্রথম শতকের দেখা পেলেন রুট

১৯

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

২০
X