স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:৪৬ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?

থালাপতি বিজয়, সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত
থালাপতি বিজয়, সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আর সাকিব আল হাসান—এই নাম মানেই তো আবেগ, গর্ব, কিংবদন্তি। মাঠে তাদের লড়াই, ঘাম-রক্ত, অগণিত জয়—সবকিছুই বাংলাদেশ নামক ছোট দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে তাদের নিয়ে দেশের মানুষের আক্ষেপ রয়েছে আরও বেশি।

খেলার মাঠের মাশরাফী আর সাকিবের সেই নায়কোচিত চেহারা রাজনীতির মঞ্চে এসে যেন কোথায় হারিয়ে গেল। বরং তাদের নাম জড়িয়ে গেল বিতর্ক, সমালোচনা আর ক্ষমতার আঁচলে আশ্রয় নেওয়ার অভিযোগে।

অন্যদিকে, বাংলাদেশের পাশেই সীমান্তের ওপারে যেন একেবারে ভিন্ন চিত্র। দক্ষিণ ভারতের চলচ্চিত্র সুপারস্টার থালাপতি বিজয় নিজের জনপ্রিয়তাকে ভিন্নভাবে ব্যবহার করলেন। তিনি রাজনীতিতে এলেন ঠিকই; কিন্তু কারও ছায়াতলে নয়। বরং গড়লেন নিজস্ব দল—‘তামিলাগা ভেত্রি কাজহাগাম’। আরও বড় কথা, তিনি সরাসরি আওয়াজ তুললেন ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে, যাদের তিনি ফ্যাসিস্ট বলতেও পিছপা হলেন না। ফলে বিজয় আজ শুধু পর্দার নায়ক নন, বাস্তবেও হয়ে উঠেছেন জনতার নায়ক।

পার্থক্যটা কোথায়?

বাংলাদেশি নেটিজেনদের আলোচনায় এই প্রশ্নটা বারবার ঘুরে আসছে—মাশরাফী কিংবা সাকিব কেন থালাপতির মতো হলেন না? কেন তারা নিজের জনপ্রিয়তাকে জনগণের পক্ষে ব্যবহার করতে পারলেন না? উত্তর খোঁজা হলে বারবারই ফিরে আসছে একটি শব্দ—মেরুদণ্ড।

বিজয় শাসকের আশ্রয়ে যাননি, গেছেন শাসকের বিরুদ্ধে। জনগণের অধিকার, সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতার স্বপ্ন—এসব নিয়ে তিনি দাঁড়িয়েছেন জনগণের পাশে। আর বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটাররা? তারা গিয়েছেন সে সময়কার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গী হয়ে, বিতর্কিত নির্বাচনে দাঁড়িয়ে সংসদে, যেখানে জনমতের প্রতিফলন নেই। ফলে, মাঠের নায়করা রাজনীতিতে এসে হয়ে গেলেন প্রশ্নবিদ্ধ চরিত্র।

কী হতে পারত

বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশে সাকিব বা মাশরাফী চাইলে আলাদা রাজনৈতিক ধারা দাঁড় করাতে পারতেন। তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ক্যারিশমা—সবই ছিল। নতুন প্রজন্মের স্বপ্নকে আঁকড়ে ধরে স্বাধীন কণ্ঠে গড়তে পারতেন বিকল্প রাজনীতি। তারা হতে পারতেন জনতার স্বপ্নের দূত, মুক্তির প্রতীক। কিন্তু সেই সাহস, সেই সিদ্ধান্ত তারা নিলেন না। আর তাইতো জুলাই-পরবর্তী বাংলাদেশে তারা নিন্দনীয় চরিত্র।

জনতার আক্ষেপ

এ ব্যর্থতাই আজ আক্ষেপ হয়ে বাজছে দেশের সাধারণ মানুষের কণ্ঠে। ক্রিকেটাররা যখন কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছিলেন, তখন কেন রাজনীতির মঞ্চে গিয়ে সেই আলো নিভিয়ে দিলেন? কেন তারা জনগণের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার দোসর হলেন?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে দেখছে থালাপতি বিজয়কে। তিনি প্রমাণ করেছেন, জনপ্রিয়তা শুধু ভোগের জন্য নয়; বরং তা হতে পারে সংগ্রামের হাতিয়ার। আর এখানেই হারিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেট তারকারা—তারা নায়ক থেকে জনতার নেতা হয়ে উঠতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

১০

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

১১

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

১২

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

১৩

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

১৪

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

১৫

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

১৬

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

১৭

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

১৮

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

১৯

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

২০
X