আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। ৩৬ বছর বয়সী জতিন্দর সিংকে অধিনায়ক করে মঙ্গলবার (২৬ আগস্ট) দেশটির ক্রিকেট বোর্ড এই দল ঘোষণা করে।
এশিয়া কাপের জন্য অভিজ্ঞতা আর তরুণ শক্তির মিশ্রণে দল সাজিয়েছে ওমান। স্কোয়াডে জায়গা পেয়েছেন চার নতুন মুখ। তারা হলেন- সুফিয়ান ইউসুফ, নাদিম খান, জিকরিয়া ইসলাম এবং ফয়সাল শাহ।
অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে ওমানের ঘোষিত দলে রয়েছেন মোহাম্মদ নাদিম ও করণ সোনাভালে। দলটি মূল ব্যাটার হিসেবে আস্থা রাখবে ওপেনার ও অধিনায়ক জতিন্দর সিংয়ের ওপর। বল হাতে আক্রমণ সামলাবেন শাকিল আহমেদ। আর লেগ স্পিনার শ্যাময় শ্রীবাস্তবও হবেন ওমানের গুরুত্বপূর্ণ অস্ত্র।
এশিয়া কাপের জন্য ওমান স্কোয়াড- জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওডেদেরা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মাহমুদ, আরিয়ান বিস্ত, করণ সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মুহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ ও শ্যাময় শ্রীবাস্তব।
মন্তব্য করুন