লা লিগার দ্বিতীয় ম্যাচডেতে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলে রিয়াল ওভিয়েদোকে হারানোর ম্যাচে হঠাৎ করেই জন্ম নিল এক বড় বিতর্ক। গোল বা খেলার জন্য নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। কোচ জাবি আলোনসোর প্রতি ক্ষোভ ঝেড়ে দিয়ে মাঠ ছাড়ার পর বেঞ্চে বসে ক্যামেরায় ধরা পড়ে গেলেন তার বিস্ফোরক মন্তব্য। তাকে স্পষ্ট বলতে শোনা যায় ‘প্রতিটা খেলাই এমন হয়, ধ্যাত! গো ***ক ইয়োরসেলফ।’
২৪ বছর বয়সি রদ্রিগোকে ম্যাচের ৬৩ মিনিটে বদলি করে নামানো হয় ভিনিসিয়ুসকে। সেই পরিবর্তন মেনে নিতে না পেরে ক্ষোভ উগরে দেন তিনি। ক্ষোভের পেছনে জমে থাকা হতাশাও বড় কারণ। মৌসুম শুরুর পর থেকে ওসাসুনার বিপক্ষে কোনো খেলাই পাননি, আবার ক্লাব বিশ্বকাপেও প্রায় পুরোটা সময় ছিলেন বদলি বেঞ্চে। এমনকি পিএসজির বিপক্ষে এলিমিনেশনের ম্যাচেও তাকে মাঠে নামাননি আলোনসো।
ম্যাচের আগেই আলোনসো অবশ্য সাংবাদিকদের বলেছিলেন, ‘বিশ্বকাপ এখন অতীত। নতুন মৌসুমে আমি রদ্রিগোর ওপর নির্ভর করছি। এটা কেবল পরিস্থিতি অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত।’
কিন্তু বেঞ্চে বসা ভিডিও ছড়িয়ে পড়তেই গণমাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা—আসলেই কি রদ্রিগো আলোনসোর পরিকল্পনায় নেই?
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, ক্লাব হয়তো তাকে বিক্রি করার কথাও ভেবে দেখতে পারে। রিয়াল মাদ্রিদ আপাতত তার মূল্য নির্ধারণ করেছে ১০০ মিলিয়ন ইউরো। এদিকে ফ্রাঙ্কো মাসতান্তুওনের মতো নতুন খেলোয়াড়রা দ্রুত সুযোগ পাচ্ছেন, যা রদ্রিগোর ভবিষ্যৎকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
রদ্রিগোর এই বিস্ফোরক মন্তব্য এখন শুধু ড্রেসিংরুম নয়, স্প্যানিশ ফুটবলকেও নাড়া দিচ্ছে। তিনি কি সান্তিয়াগো বার্নাব্যুতে টিকে থাকবেন, নাকি বড় কোনো ক্লাব বদলের পথে হাঁটবেন—সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
মন্তব্য করুন