নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টানা দুই ওভারে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই ফিরিয়েছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ওডাইডকে। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে পরের ওভারের প্রথম বলেই সাজঘরের পথ দেখিয়েছেন আরেক ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে। তাসকিনের জোড়া শিকারে কিছুটা চাপে পড়েছে নেদারল্যান্ডস। এই প্রতিবেদন লেখার সময় নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৬৮ রান।
এর আগে, জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। শনিবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগাররা।
নির্ধারিত ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় এবার বাংলাদেশ-নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে। ৩টি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর টাইগাররা সরাসরি এশিয়া কাপ ২০২৫ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে।
বাংলাদেশ দল নিজেদের সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন এনেছে। এর মধ্যে মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান মিরাজ এই সিরিজের দলে নেই। আর দলে থাকলেও একাদশে নেই শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের জায়গায় এসেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন