অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর। তবে এবার আর নিউজিল্যান্ডের জার্সিতে নয়, খেলবেন তার মায়ের দেশ সামোয়ার হয়ে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফায়াররের আগে টেইলরের খেলার সিদ্ধান্ত সামোয়ার জন্য বড় পাওয়া।
সামোয়া আগামী অক্টোবরে ওমানে হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে। সেই ম্যাচগুলোর জন্য শুক্রবার নিজেদের স্কোয়াড ঘোষণা করা তারা যেখানে রয়েছে রস টেইলরের নাম। নিউজিল্যান্ডের জার্সি তুলে রাখার তিন বছরের মাথায় নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন টেইলর।
সামোয়ার হয়ে খেলতে নামার আগে নিজের অনুভূতি ব্যক্ত করে টেইলর। জানান, অভিজ্ঞতা ভাগ করে দলের হয়ে রাখতে চান অবদান। তিনি বলেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা শুধু আমার প্রিয় খেলায় ফেরার বিষয় নয়—এটা আমার ঐতিহ্য, পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল সম্মান। আমি দলে যোগ দেওয়ার, অভিজ্ঞতা ভাগ করে নেয়ার এবং খেলায় অবদান রাখার সুযোগে ভীষণ রোমাঞ্চিত।'
উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটারকে ভিন্ন দেশের হয়ে খেলতে হলে কমপক্ষে তিন বছর অপেক্ষা করতে হয়। এ এপ্রিলেই টেইলর সেই তিন বছর পূর্ণ করেছেন। ফলে সামোয়ার হয়ে খেলতে কোনো বাধা নেই নিউজিল্যান্ডের কিংবদন্তি এই ক্রিকেটারের।
মন্তব্য করুন