এশিয়া কাপে সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামেছে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানদের হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে তোলা শ্রীলঙ্কা । আসরে লঙ্কানদের বিপক্ষে প্রথম দেখায় পরাজয় বরণ করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে শুরুতে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ, সুপার ফোরে অবশ্য ভিন্ন পথে হেঁটেছেন লিটন । দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে দুই জয় ও এক হার—তবুও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের পরাজয়েই ভাগ্য খুলেছে টাইগারদের। আর সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই আজ শুরু হচ্ছে লিটন দাসের দলের সুপার ফোর মিশন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে এসেছে দুটি পরিবর্তন—দলে ফিরেছেন শেখ মাহেদী ও শরিফুল ইসলাম, বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন।
গ্রুপপর্বেই লঙ্কানদের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক পরিসংখ্যান টাইগারদের আত্মবিশ্বাসী করার মতোই। মাত্র দুই মাস আগে লঙ্কান মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা কাজে লাগাতে চাইবে লিটনরা।
বিশ্রামের দিক থেকেও এগিয়ে আছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিনের বিরতি পেয়েছে তারা। বিপরীতে শ্রীলঙ্কাকে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে গরম আবহাওয়ায় খেলতে হয়েছে দুটি ম্যাচ, তার ওপর আবুধাবি থেকে দুবাইয়ে ভ্রমণের ক্লান্তিও যোগ হয়েছে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন