এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল তারা, যেখানে একপেশে জয় পেয়েছিল ভারত। ফের ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে পাকিস্তানকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
এবার সুপার ফোরের ম্যাচে ভারতের দাপটই অব্যাহত থাকবে, নাকি গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান—সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা। গ্রুপ পর্বের মতো পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের কাছে প্রতিশোধ নিতে চায় পাকিস্তান।
ভারতের সাবেক ক্রিকেটার অবশ্য মনে করেন, এই ম্যাচেও পাত্তা পাবে না পাকিস্তান। এমনকি তাদের বড় দলগুলোর বিপক্ষে খেলা উচিত না বলেও মন্তব্য করেন শ্রীকান্ত।
তিনি বলেন, ‘ভবিষ্যতে পাকিস্তানকে বড় দলগুলোর সঙ্গে খেলতে দেওয়া উচিত নয়। তাদের সহযোগী দেশগুলোর মধ্যে খেলানো হোক। এমন টুর্নামেন্টে অংশ নিতে পারাটাই পাকিস্তানের জন্য বড় ব্যাপার। এখন থেকে ভারত-পাকিস্তান ম্যাচ দর্শক টানবে না।’
পাকিস্তানের তীব্র সমালোচনা করে ভারতের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘ভারত-পাকিস্তানের সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতা এখন ইতিহাস। বর্তমান পাকিস্তান দল আমাদের কোনো ভয় ধরাতে পারবে না। এরা চেন্নাই লিগের সপ্তম বিভাগের দল। হেসনের কোচিংয়ে পাকিস্তান কোথাও যাবে না।’
ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে পাকিস্তান মাত্র ১২৮ রানের পুঁজিও রক্ষা করতে পারেনি। রোহিত শর্মারা ম্যাচ জিতেছিল মাত্র ১৫.৫ ওভারে।
মন্তব্য করুন