এশিয়া কাপে টানা দুই ম্যাচ খেলার ধকল নিতে হচ্ছে বাংলাদেশকে। ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে। ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত মুস্তাফিজদের।
ভারতের কাছে হারের পর ফাইনালে যাওয়ার সমীকরণটা বেশ পরিষ্কার বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে দলকে। সেটা হলে কোনো ধরনের হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে বাংলাদেশ। আর যদি টাইগাররা হারে তাহলে ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে পাকিস্তানকে।
অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই থাকবে একাধিক পরিবর্তন। ইএসপিএনক্রিকইনফোর সূত্রমতে, পাকিস্তান ম্যাচ খেলবেন লিটন দাস। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তানজিদ তামিমের। গত দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি।
মিডল অর্ডার বাংলাদেশকে ভোগালেও সেখানে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। স্পিনার হিসেবে একাদশে দেখা যাবে রিশাদ ও মাহেদীকে। পাকিস্তান দলের মূল ব্যাটারদের পাঁচজনই বাঁহাতি তাই মাহেদীর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান, তাসকিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে তানিজম হাসানকে দেখার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
মন্তব্য করুন