বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বিকেলের সূর্য যখন একটু একটু করে ঢলে পড়ছে, তখনও ঘূর্ণির মায়াজালে ব্যস্ত ছিলেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। স্পিনের নিখুঁত ছোঁয়ায় কিউই ব্যাটারদের বারবার বিপদে ফেললেও, শেষ পর্যন্ত ২২৭ রানের লড়াকু সংগ্রহ গড়ে নিয়েছে নিউজিল্যান্ড নারী দল।
নারী ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুটা মন্দ ছিল না—কিন্তু ৩৫ রানের মাথায় প্রথম আঘাত হানেন তরুণ লেগি রাবেয়া খান। তাঁর নিখুঁত গুগলিতে বোল্ড হয়ে ফেরেন জর্জিয়া প্লিমার। একই ওভারে রান আউটে ফেরেন অভিজ্ঞ সুজি বেটস (২৯ বলে ৩৩), যা কিউইদের শুরুতেই চাপিয়ে দেয় বিপদে।
এরপর ইনিংস সামলান অধিনায়ক সোফি ডেভিন ও ব্রুক হালিডে। দুজনেই ফিফটি তুলে দলকে ২০০ পার করান। ডেভিন ৮৫ বলে ৬৩ রান করেন, আর ব্রুক খেলেন ধীরস্থির ১০৪ বলে ৬৯ রানের ইনিংস। তবে এই দুই সেট ব্যাটারকেও শেষ পর্যন্ত থামান টাইগ্রেস স্পিনাররা—নিশিতা আক্তার ফেরান ডেভিনকে, ফাহিমা তুলে নেন ব্রুকের মূল্যবান উইকেট।
শেষ দিকে কিছুটা এলোমেলো বোলিং ও ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে রান তোলেন লিয়া তাহুহু (৪ বলে ১২*), যার ব্যাটেই ইনিংসটা গড়ায় ২২৭ পর্যন্ত।
বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান, দারুণ লেগ-স্পিনে বারবার বিভ্রান্ত করেছেন কিউই ব্যাটারদের। ফাহিমা, নিশিতা, নাহিদা ও মারুফা—প্রত্যেকেই পেয়েছেন ১টি করে উইকেট।
এখন বাংলাদেশের লক্ষ্য ২২৮ রান, যা তাড়া করতে পারলে বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় জয়গুলোর একটি হতে পারে। সাফল্যের জন্য বড় ভূমিকা নিতে হবে ওপেনারদের, বিশেষ করে মুর্শিদা-শারমিন জুটির।
বারসাপারার গ্যালারিতে এখন একটাই অপেক্ষা—রাবেয়া-ফাহিমার পর ব্যাট হাতে কে লিখবেন বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক অধ্যায়?
মন্তব্য করুন