পাকিস্তান ক্রিকেটে মাঠের ভেতরের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের নাটক যেন এখন বেশি আলোচিত। আর এবার আলোচনার কেন্দ্রে দুই পরিচিত মুখ—পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা, আর বর্তমানে পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবর আজম। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের প্রথম দিনেই রমিজের মুখ ফসকে বেরিয়ে আসা একটি বাক্য এখন পুরো ক্রিকেট দুনিয়ার নজরে!
ঘটনাটা ঘটেছে গাদ্দাফি স্টেডিয়ামে, ম্যাচের ৪৮তম ওভারে। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামির বল ডিফেন্স করতে গিয়ে সামান্য ব্যাট-প্যাডে লেগে উঠে গেল আকাশে। মুহূর্তেই ফিল্ডারদের জোরালো আবেদন। কিন্তু আম্পায়ার দিলেন ‘নট আউট’। দক্ষিণ আফ্রিকা সঙ্গে সঙ্গেই নেয় ডিআরএস রিভিউ।
রিভিউর সময় রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে ছোঁয়নি—অর্থাৎ সিদ্ধান্ত ঠিকই ছিল। কিন্তু ঠিক সেই সময় ধারাভাষ্য কক্ষে রমিজ রাজা হঠাৎ বলে ফেলেন,“হ্যাঁ হ্যাঁ, এখন ও নাটক করবে”—এই এক লাইনেই শুরু হয়ে যায় ঝড়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে রমিজের এই মন্তব্যের ভিডিও ক্লিপ। সমালোচনার ঝড় বয়ে যায় পাকিস্তানি সমর্থকদের মধ্যে। অনেকে প্রশ্ন তুলেছেন, বাবরের মতো তারকাকে নিয়ে এমন বিদ্রূপ করা কি একজন সাবেক অধিনায়কের উচিত? আবার কেউ কেউ বলছেন, রমিজ শুধু হালকা রসিকতাই করেছিলেন, বাড়াবাড়ি করার কিছু নেই।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভিডিও ক্লিপের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি, এবং রমিজ রাজা এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে তার এই কথাকে কেন্দ্র করে পাকিস্তানি মিডিয়া ও ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
এদিকে, ঘটনাটির পরও বাবর আজম তার স্বভাবসুলভ শান্ত ব্যাটিং চালিয়ে যান। ৪৮ বলে ২৩ রান করে ফেরেন তিনি, মারেন এক দারুণ বাউন্ডারি মুথুসামিকে।
প্রথম দিনের শেষে পাকিস্তান বড় সংগ্রহ গড়ে—৩১৩/৫। কিন্তু স্কোরবোর্ডের চেয়ে বেশি আলোচনায় রয়ে গেছে রমিজ-বাবর বিতর্ক।
Ramiz Raja used to be a big Babar supporter, but now that Babar's bad days have begun, even Ramiz has started trolling him saying during DRS, "Ye out hoga, drama karega ye." The so-called "Ghante ka King" getting no respect anymorepic.twitter.com/bMMR3f4o1M — Space Recorder (@1spacerecorder) October 12, 2025
মন্তব্য করুন