আগামী নিউজিল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে শেষ সুযোগ দিতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ভালো করলেই বিশ্বকাপ দলে মিলতে পারে সুযোগও। সেজন্যই চট্টগ্রামে এশিয়ান গেমস স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার সুযোগ মিলেছে তার।
আন্তর্জাতিক সিরিজের আগে নিজেকে যাচাই করারও সুযোগ বটে রিয়াদের। তবে ব্যাট হাতে একমাত্র ওয়ানডেটা ভালো হলো না অভিজ্ঞ এ ব্যাটারের।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাগরিকায় আগে ব্যাটিং করে নির্ধারিত ৪৬ ওভারে ৬ উইকেটে ২৭২ রান করে এশিয়ান গেমস স্কোয়াড। তাদের দেওয়া লক্ষ্য ১৬ বল হাতে রেখে তাড়া করে ফেলে বাংলাদেশ টাইগার্স। যদিও সবার নজরে থাকা রিয়াদ চার নম্বরে নেমে ৩৯ বলে করেন ২৬ রান। তার ছোট এ ইনিংসে ছিল দুটি চারের মার।
আলোচনায় থাকা আরেক ক্রিকেটার সৌম্য সরকার ওপেনিংয়ে নেমে ৪৬ বলে করেন ৪০ রান। টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ওয়ানডে সংস্করণের বিবেচনায় না থাকা মুমিনুল হক। ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। ৪৫ বলের ইনিংসে তিনি হাঁকান পাঁচটি চার ও চারটি ছক্কা।
আগে ব্যাট করতে নামা এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন দুজন, জাকির হাসান ও শাহাদাত হোসেন। বল হাতে বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন খালেদ আহমেদ।
মন্তব্য করুন