স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

পিএসএল লোগো। ছবি : সংগৃহীত
পিএসএল লোগো। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে মাঠের লড়াই এখনো বহু দূরে, কিন্তু ড্রেসিংরুমের বাইরে ইতোমধ্যেই জমতে শুরু করেছে ঝড়। এমন একটি ঝড়, যা শুধু আলোচনাই নয়—পুরো লিগ ব্যবস্থাপনাকে আইনি ঝামেলায় ফেলে দিতে পারে। কেন্দ্রবিন্দুতে সেই পরিচিত নাম—আলি খান তারিন। মুলতান সুলতানসের মালিক এবার সরাসরি পিএসএল ও পিসিবিকে সতর্ক করে বলছেন, যোগাযোগহীন আচরণ বন্ধ না হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

বুধবার (১৯ নভেম্বর) এক সামাজিকমাধ্যম পোস্টে তারিন লিখেছেন, “যদি এই ঘোস্টিং চলতে থাকে, আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় থাকবে না। যা আমরা একদমই চাই না। বিষয়টি একেবারেই অপ্রয়োজনীয়ভাবে জটিল করা হচ্ছে। একটু চা–বিস্কুটের আড্ডায় সমাধান হয়ে যেত, কিন্তু নাজুক অহংকার সবকিছু কঠিন করে তোলে।”

আলি খান তারিনগত কয়েক বছরে পিসিবি ও পিএসএল পরিচালনাকে ‘অপেশাদার’ বলে সমালোচনার কেন্দ্রেই ছিলেন তারিন। এক পর্যায়ে তিনি পিসিবির পাঠানো নোটিশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আলোচনায় আসেন। নতুন বিতর্কের সূচনা এবার হয়েছে মুলতান সুলতানসের চুক্তি নবায়ন না হওয়ায়। লিগের অন্য পাঁচ দলের নবায়ন ইতোমধ্যেই এগিয়েছে, কিন্তু মুলতানের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পৌঁছায়নি বলে দাবি মালিকের।

তারিন জানান, “গত এক মাসে আমরা পিএসএল ম্যানেজমেন্টকে অসংখ্য ইমেইল পাঠিয়েছি—ভ্যালুয়েশন জানতে, নবায়ন লেটার চাইতে। কোনো জবাব নেই। আইনগত নোটিশেরও উত্তর নেই, চেয়ারম্যানকে পাঠানো চিঠিরও নয়। এমনকি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও জানতে চেয়েছে কেন মুলতানকে প্রক্রিয়ায় রাখা হচ্ছে না—কোনো উত্তরই নেই।”

পিসিবি অবশ্য দাবি করেছে, ফ্র্যাঞ্চাইজি নবায়নের স্বাধীন ভ্যালুয়েশন প্রক্রিয়া শেষ হয়েছে এবং ‘সমস্ত অনুগত ফ্র্যাঞ্চাইজিকে’ ১০ বছরের নবায়নপত্র পাঠানো হয়েছে। এখানেই নতুন প্রশ্ন—মুলতান সুলতানসকে কি ‘অনুগত দল’ হিসেবে বিবেচনা করা হয়নি?

সংস্থার ভেতর থেকে শোনা যাচ্ছে, পিএসএল আচরণবিধি ভঙ্গের অভিযোগে মুলতান সুলতানসের চুক্তি বাতিলের বিষয়টি পিসিবি বিবেচনা করছে। অপরদিকে, লিগ পরিচালনা কমিটি নতুন দল যোগ করার পরিকল্পনাও পর্যালোচনায় রেখেছে—হায়দরাবাদ, সিয়ালকোট, ফয়সালাবাদ ও রাওয়ালপিন্ডি নাম রয়েছে শর্টলিস্টে।

অর্থ, প্রভাব, রাজনীতি এবং পেশাদারিত্ব—সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগের এই অস্থিরতার চিত্র আরও বড় কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে। মুলতান সুলতানসকে নিয়ে এই টানাপোড়েন যদি আইনি পথে গড়ায়, তবে শুধু একটি দল নয়—পুরো লিগের ভবিষ্যৎই নতুন মোড়ে দাঁড়িয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

১০

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

১১

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

১২

বর্ষার সাথে মাহির ও জোবায়েদের প্রেম ছিল : জবানবন্দিতে বর্ষার মামা

১৩

২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী

১৪

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

১৫

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির

১৬

হাত তুলে বিএনপির প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

১৭

দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

১৮

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, মামলা হলেও অধরা ধর্ষক

১৯

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

২০
X