নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে দলীয় অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে অনুশীলন হলেও মিরপুরে দেখা যায়নি তাসকিন আহমেদসহ কয়েকজনকে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ উপস্থিত থাকলেও অনুশীলনে তাসকিনের না থাকাটা প্রশ্ন জাগিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থতা অনুভব করায় টিম হোটেলেই ছিলেন তাসকিন। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তাসকিন না এলেও অনুশীলনে এসেছিলেন বাকিরা। পরে মেডিকেল বিভাগে যোগাযোগ করলে তারা জানায়, তাসকিনের ফুড পয়জনিং হয়েছে। শরীর খারাপ থাকায় অনুশীলনে আসনেনি তিনি। তবে ম্যাচ খেলতে পারবেন কি না, তা এখনই বলতে পারছেন না তারা। শারীরিক উন্নতির ওপর নির্ভর করছে ম্যাচ ফিটনেসের অবস্থা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। গতকাল রাতে তৃতীয় ম্যাচে দলে নেওয়া হয়েছে ডান হাতি এ পেসারকে। তবে দলে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।
মন্তব্য করুন