তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগামীকাল মঙ্গলবার মিরপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে বাংলাদেশ একাদশে রয়েছে একাধিক পরিবর্তন। লিটন বিশ্রামে থাকায় অধিনায়কত্ব করবেন দলে ফেরা নাজমুল হোসেন শান্ত। তবে এই ম্যাচের স্কোয়াডে ফিরলেও ইনজুরির কারণে শঙ্কা জাগছে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে।
অন্যদিকে শেষ ম্যাচের স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার খালেদ আহমেদ ও আফিফ হোসেন। বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তৃতীয় ওয়ানডের স্কোয়াডে থাকলেও অসুস্থতার কারণে তাসকিন খেলতে পারবেন না। তার জায়গায় ফিরেছেন খালেদ।
দলে নতুন করে যুক্ত করা হয়েছে আফিফ হোসেনকেও। সেটাও মেহেদী হাসান মিরাজের চোটের কারণে। মিরাজের পায়ে কিছুটা অস্বস্তি আছে। শেষ পর্যন্ত মিরাজ না খেলতে পারলে তার জায়গা দেখা যেতে পারে আফিফকে।
তাসকিন ও মিরাজ নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না। দুজনকেই বিশ্বকাপের ভাবনায় থাকায় বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে বিশ্বকাপে যাওয়ার আগে শেষ ম্যাচটা খেলার ইচ্ছা ছিল তাসকিন, মিরাজের।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল : নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিম হাসান, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন।
মন্তব্য করুন