ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ এএম
অনলাইন সংস্করণ

কবে অবসর নেবেন, জানালেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট মহারণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে টাইগারদের ভারত যাত্রার থেকেও দেশের আনাচে কানাচে বেশি আলোচনায় বিশ্ব আসরের দল থেকে দেশসেরা ওপেনার তামিম ইকবালের বাদ পড়া। এমনকি এই বাদ পড়ার পিছনে দায়ী করা হচ্ছে বিশ্বকাপে টাইগার দলপতি সাকিব আল হাসানকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দলসহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিশ্বকাপের উদ্দেশ্যে টাইগারদের দেশ ছাড়ার দিনে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে সাকিবের একটি বিশেষ সাক্ষাৎকার। সেখানে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব কবে বিদায় নিতে চান সেই বিষয়টিও। সাকিবও জানিয়ে দিয়েছেন কবে অবসর নিতে চান তিনি।

সাক্ষাৎকারের শেষ দিকে এসে সাকিবকে প্রশ্ন করা হয়, সাকিব তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত, ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’

সাকিবকে জিজ্ঞেস করা হয়, এটা তো ওয়ানডে সংস্করণের জন্য? তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডের জন্য।’ তাহলে টি-টোয়েন্টি আর কত দিন খেলবেন সাকিব? ‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইট’—সাকিবের উত্তর। আর টেস্ট? ‘হয়তো আরও আগেই ছেড়ে দেব’—সাকিব সরাসরিই জানিয়ে দেন।

তবে এরপর যে আর খেলবেন না, এমন নিশ্চয়তা দেননি সাকিব। পরিস্থিতির ওপরেই অবসর নির্ভর করে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'তিন ফরম্যাটে অবসর নেব একসাথে। আগে একটা একটা করে খেলা ছেড়ে দিয়ে একসাথে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নেব। তবে ভবিষ্যত তো কেউ জানে না। এখনকার হিসেবে এরকম একটা আইডিয়া করা আছে।'

আফগানিস্তান সিরিজে তামিম ওয়ানডে অধিনায়কত্ব ছাড়াই হুট করেই ওয়ানডের নেতৃত্ব নিতে হয় আগেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকা সাকিবকে। গুঞ্জন আছে, সাকিব নাকি সেই সময় বেশ কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। সেগুলোতে রাজি হওয়ার পরেই ওয়ানডে অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন তিনি।

এ নিয়ে প্রশ্ন করা হলে সাকিবের সোজাসাপটা উত্তর, একটা শর্তও দিইনি। কেউ যদি বলে আমি একটা শর্ত দিয়েছি যে আমি এটা চাই, এ রকম হলে ভালো হতো, কিন্তু কেউ বলতে পারবে না। একটা শর্তও না। যখন আমি এগুলো নিউজে দেখেছি, শুধু হেসেছি। কখনো বলিনি। এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না।’

সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন সাকিব। যাতে আছে আশাবাদ, ‘আমি বিশ্বাস করি, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব। আপনাদের সমর্থন থাকলে আমরা আসলেই ভালো কিছু করতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ, চট্টগ্রাম বন্দরের দায়িত্বে নৌবাহিনী

এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

অভিষেকেই ইতিহাস, ডাবল সেঞ্চুরিতে প্রোটিয়া অলরাউন্ডারের বিশ্বরেকর্ড

৪৫ বছরে পদার্পণ করল লোক নাট্যদল

চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশের টহল জোরদার

সবার প্রতি মির্জা ফখরুলের আহ্বান

‘ডিসি-এসপিরা চিপায় পড়ে’ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন : হাসনাত

অস্ট্রেলিয়ার টেস্ট দেখতে মাঠে ঢুকে পড়ল কুকুর

১০

সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি : খেলাফত আন্দোলনের আমির

১১

জুলাই শহীদদের স্মরণে ২ হাজার এতিমের জন্য খাবারের আয়োজন

১২

জোতার শেষকৃত্যে না গিয়ে পার্টিতে, সমালোচনার মুখে লিভারপুল তারকা

১৩

সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি : হাসনাত

১৪

দিল্লি থেকে শেখ হাসিনার লন্ডনে যাওয়ার খবর নিয়ে যা জানা গেল

১৫

কারও উদ্যোগে ইন্টারনেট বন্ধ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা : আইসিটি সচিব

১৬

কানাডা ছেড়ে চলে যাচ্ছে মানুষ, কী হলো?

১৭

চোখের নিচে কালো দাগ দূর হবে ৩ সবজিতে

১৮

ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করতেন তারা

১৯

হাসিনা টুপ করে ঢুকে পড়লে আম গাছে বেঁধে বিচার করবে মানুষ : আখতার

২০
X