রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংলিশদের ১৯৭ রানের লক্ষ্য দিল টাইগাররা

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামবে বাংলাদেশ সাত তারিখ। তবে ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে শেষ বারের মতো প্রস্তুতি সেরে নিতে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। তবে ব্যাট হাতে প্রস্তুতিটা ভালো হয়নি টাইগারদের। মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম ছাড়া ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের অন্য সব ব্যাটার।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিততে হলে বৃষ্টি আইনে ইংলিশদের করতে হবে ১৯৭ রান। মাত্র ১০ মিনিট বিরতির পর খেলা শুরু করা ইংলিশরা অবশ্য বেয়ারেস্টোর ঝড়ো ব্যাটিংয়ে চার ওভারেই ৫০ রান তুলে নিয়েছে। তবে পঞ্চম ওভারের প্রথম বলেই তাকে ফিরিয়েছেন মুস্তাফিজ।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্রুত লিটন ও শান্ত ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তানজিদ তামিম। তবে ফিফটির আগেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে আরেক প্রান্ত আগলে রেখে ঠিকই টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আপাতত বৃষ্টিতে বন্ধ আছে খেলা।

ইংল্যান্ডের বিপক্ষে সোমবার (২ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই লিটন দাসকে হারায় টাইগাররা। এরপর শান্তও ফিরে যান মাত্র ২ রান করে। এরপর মিরাজকে নিয়ে দলের হাল ধরেন তানজিদ তামিম। তবে ৫২ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৪৫ রানে আউট হন তামিম।

শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের সাড়া জাগানো ব্যাটিং শৈলী দেখিয়েছিলেন তানজিদ হাসান তামিম। ইংল্যান্ডের বিপক্ষেও শুরুটা ভালো করেন এই ওপেনার। ইংলিশ পেসার রিস টপলিকে দুর্দান্ত ছক্কা মেরে রানের খাতা খুলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান সংখ্যাটাও খারাপ ছিল না। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। বেশ ভালো শুরু বলাই যায়। কিন্তু শুরুর ভালোটা বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের।

গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটে ব্যর্থ হলেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন পরমুহূর্তেই। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৬ বলে ৫ রান।

এরপর তিনে ব্যাট করতে নেমে টিকতে পারলেন না দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। টপলির বলে থার্ডম্যানে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করতে পেরেছেন ১১ বলে মোটে ২ রান।

দ্রুত ২ উইকেট পতনের পর তানজিদ তামিম আর মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তাদের মধ্যকার ৫২ রানের জুঁটি বাংলাদেশকে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করার ইঙ্গিত দিচ্ছিল। তবে দলীয় ৭৮ রানে ১৬তম ওভারে তাকে আটকে দিলেন মার্ক উড। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৪৫ রান।

এরপর মুশফিককে নিয়ে আবার ইনিংস নতুন করে শুরুর চেষ্টা করেন মিরাজ। তবে মুশফিকও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি মিরাজকে। খানিকটা শর্ট লেন্থে পরা বল এতটাই নিচু হয়েছে যে মুশফিক সেটা ব্যাটে খেলতে পারেননি। আদিল রশিদের নিচু হওয়া বলে খানিকটা বোকাই বনেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ২১তম ওভারে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৮ রান।

মিরাজ এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করলেও। অপর প্রান্তে ছয়ে নামা মাহমুদউল্লাহ উইকেটে থিতু হয়েও বিলিয়ে এসেছেন। মূলত স্ট্রাইকরেট বাড়াতে গিয়েই বিপদ ডেকে এনেছেন তিনি। আদিল রশিদকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্ণারে ধরা পড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৮ রান। এরপর তাওহীদ আসেন মিরাজকে সঙ্গ দিতে তবে তাদের জুটি বড় হতে দেয়নি বেরসিক বৃষ্টি।

বৃষ্টির কারণে ঘণ্টা দুয়েকের জন্য বন্ধ থাকে খেলা। এরপর মাঠ খেলার উপযুক্ত করে শুরুর সময়ও ঘোষণা করা হয়। কিন্তু সেই সময়ের মিনিট পাঁচেক আগেই আবারও নামে বৃষ্টি। তাতে আবারও পিছিয়ে যায় খেলা শুরুর সময়। অবশেষে বাংলাদেশ সময় অনুযায়ী ৮ টায় আবারও শুরু হয় খেলা। মাঝে সময় নষ্ট হওয়ায় কমেছে ম্যাচের দৈর্ঘ্য। ৩৭ ওভারে হয়েছে ম্যাচ। এরপর খেলা শুরু হতেই একে একে ফিরেছেন হৃদয়, মিরাজ, নাসুম ও মাহেদী। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৮ রানে থামে সাকিববিহীন টাইগারদের ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১০

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১১

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১২

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৩

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৪

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৫

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৬

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

১৭

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

১৯

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

২০
X