আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ দল। আফগানদের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। আফগান বধের পরের দিন টাইগার অধিনায়ককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগী এক স্ট্যাটাস দিয়েছেন উম্মে আল হাসান শিশির।
রোববার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুকে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে শিশির লিখেছেন, ‘জয় বা হার কোনো ব্যাপার না, একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সাথে আছি।’
সাকিবপত্নী আরও লেখেন, ‘তুমি তোমার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে জানো। আমরা অনেকদূর এসেছি কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করুন! যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।’
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর থেকেই সাকিবকে নিয়ে সমালোচনা মগ্ন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। টাইগার অধিনায়ক সাকিবের কারণেই বিশ্বকাপ দলে জায়গা পায়নি ওপেনার তামিম ইকবাল বলে মনে করেন তারা। এমনকি বিশ্ববসেরা অলরাউন্ডার না চাওয়ায় বিশ্বকাপে দলের ম্যানেজার হিসেবে রাখা হয়নি তামিমের বড় ভাই নাফিস ইকবালকে। আর এ কারণেই হয়তো সাকিবকে সাহস জোগাতে আবেগী স্ট্যাটাস দেন সাকিবপত্নী উম্মে আল হাসান শিশির।
মন্তব্য করুন