স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মশালার আউটফিল্ড নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড  

ধর্মশালার আউটফিল্ড নিয়ে চিন্তিত বাটলার। ছবি: সংগৃহীত
ধর্মশালার আউটফিল্ড নিয়ে চিন্তিত বাটলার। ছবি: সংগৃহীত

বাজে আউটফিল্ডের কারণে বেশ সমালোচনার মুখে হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাঠের সমালোচনা করতে দেখা যায়। এই তালিকায় ছিলেন সেই ম্যাচের কমেন্ট্রি বক্সে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইনও। এবার অভিযোগ এলো আগামীকালের ম্যাচের অধিনায়ক জস বাটলারের মুখ থেকেও।

আগামীকাল ধর্মাশালায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়কের কাছে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল মাঠের আউটফিল্ড নিয়ে। জস বাটলারও জানালেন বেশ চিন্তিত তিনি এই আউটফিল্ড নিয়ে। ইংলিশ অধিনায়ক বলেন, 'আউটফিল্ড নিয়ে উদ্বেগ আছে। আমার মতে, এটি বাজে। এজন্য আমরা কথা বলেছি। মাঠে ডাইভ দিতে সতর্ক থাকতে হবে, ফিল্ডিংয়ে বাড়তি নজর দিতে হবে। দলগত লড়াইয়ে আমরা সব সময়ই চাইবো ডাইভ দিয়ে এক রান বাঁচাতে। কিন্তু এখানকার আউটফিল্ড ডাইভ দেওয়ার জন্য আদর্শ নয় মোটেও।'

‘এখন অজুহাত দেওয়ার কিছু নেই। আমাদেরকে মানিয়ে নিতে হবে। স্বভাবতই আপনি ফিল্ডিংয়ে নিজের সেরাটা উজার করে দিতে চাইবেন, ডাইভ দিয়ে রান বাঁচাতে চাইবেন। সত্যি বলতে এটা মাঠে সবাই করতে চায়। এজন্য মাঠ দুই দলের জন্যই সমান থাকবে। আশা করছি দুই দলের কেউই অপ্রত্যাশিত ইনজুরিতে পড়বে না।'-আরও যোগ করেন বাটলার।

অবশ্য ধর্মশালার আউটফিল্ড নিয়ে কথা এই প্রথম নয়। চলতি বছর থেকেই ধর্মশালার আউটফিল্ড নিয়ে তৈরি হয় সমালোচনা। এর আগে দারুণ সবুজ ছিল পুরো মাঠে। কিন্তু গেল ফেব্রুয়ারিতে এখানে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ হয়নি বাজে আউটফিল্ডের কারণে। যদিও পরে আইপিএল হয়েছিল ঠিকঠাক।

গত শনিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে দেখা যায় আউটফিল্ডের বেহাল দশা। পেসাররা রানআপ নেওয়ার সময় ধুলো উড়ছিল, ভারী হয়ে আসছিল পা। ফিল্ডিংয়ে বাউন্ডারি লাইনের পাশে ডাইভ দিতে গেলেই ধুলোয় মাখামাখি অবস্থা হয়ে যাচ্ছিল। বাংলাদেশের ইনিংসে মুজিব উর রহমান একটি বল ঠেকাতে গিয়ে ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিলেন। ম্যাচ হেরে সেদিন দলের হয়ে কথা বলতে এসে ইংলিশ কোচ ট্রট জানান আউটফিল্ড নিয়ে চরম হতাশার কথা।

বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ হিসেবে প্রতিবেদন দিয়েছেন ম্যাচ অফিশিয়ালসরা। গতকাল রোববার আইসিসির স্বাধীন পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাককিনসন নিজেই ছিলেন পরিদর্শক। তবে পরিদর্শন শেষে আউটফিল্ডকে ‘সন্তোষজনক’ আখ্যা দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

১০

উত্তর আটলান্টিকে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১১

জয় দিয়েই খাজাকে বিদায় বলল অস্ট্রেলিয়া

১২

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

১৩

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

১৪

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৫

নাম প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছে ক্যাটরিনার ছেলে

১৬

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

১৭

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

১৮

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

১৯

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

২০
X