চলমান বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানের রেকর্ড ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের কাছে হারায় প্রতিযোগিতার সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে লঙ্কানদের। দলের এমন ব্যর্থতার কারণে দেশটির ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।
শনিবার (৪ নভেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সচিব মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন। দলের ব্যর্থতায় এই ক্রিকেট প্রশাসকের পদত্যাগের কারণ বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী জানান, ‘শ্রীলঙ্কার ক্রিকেট অফিশিয়ালদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’
বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যর্থতার কারণে সমালোচনার সমুক্ষীণ হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশটির ক্রিকেট নির্বাহী কমিটির কাছে ব্যর্থতার কারণ দর্শাতে বলেছিলেন ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো। তারপরই পদত্যাগপত্র জমা দিয়েছেন ডি সিলভা।
চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের ৭ নম্বর অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় ৫ ম্যাচ হারের বিপরীতে জয়ের সংখ্যা দুইটিতে। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে হার ও ভারতের কাছে ৩০২ রানের ব্যবধানে হারার লজ্জ্বার রেকর্ড রয়েছে। দুই মাস আগেও এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় মেয়াদে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সচিব নির্বাচিত হয়েছিলেন মোহন ডি সিলভা। ২০২৫ সালে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
মন্তব্য করুন