২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টানা পরাজয়ের বৃত্তে বন্দি রয়েছে সাকিব বাহিনী। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর হেরেছে টানা ৬টি ম্যাচ। এর মধ্যে আবার নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে টাইগাররা। দলের এমন ব্যর্থতার দায় এসে পড়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। একই সঙ্গে তামিম ইকবালের বিশ্বকাপ দলে জায়গা না হওয়া এবং মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামের অজুহাতে দলের বাইরে রাখায় অনেকেই টাইগার কোচকে দায়ী করে আসছেন।
সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড়াতে হলো কোচ হাথুরুসিংহেকে। টাইগার কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশকিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়। এই মুহূর্তে আমার ভাবনায় শুধু সামনের ম্যাচ।’
হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরের সিরিজে বাংলাদেশ স্কোয়াড থেকে বাদ পড়েন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ওয়ানডে দল থেকে অবসরে যান তামিম ইকবাল। সবশেষ বিশ্বকাপের স্কোয়াডে ফিটনেস ইস্যু দেখিয়ে বাদ দেওয়া হয় দেশসেরা ওপেনারকে। তাহলে কি মাহমুদউল্লাহ’র বিশ্রামে রাখা এবং তামিমকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখার ঘটনায় কোনো নিয়ন্ত্রণ ছিল না কোচ হাথুরুসিংহের? এমনটাই সংবাদ সম্মেলনে জানান এই টাইগার কোচ।
মন্তব্য করুন