স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাবরদের সেমিতে যাওয়ার অভিনব উপায় বললেন ওয়াসিম

পাকিস্তানকে সেমিতে যাওয়ার মজার এক উপায় বলে দিলেন ওয়াসিম। ছবি: সংগৃহীত
পাকিস্তানকে সেমিতে যাওয়ার মজার এক উপায় বলে দিলেন ওয়াসিম। ছবি: সংগৃহীত

চলমান ভারত বিশ্বকাপ শেষ ভাগে চলে এসেছে প্রায়। ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দলের তিনটি। বাকি একটি জায়গার জন্য লড়ছে তিন দল। যদিও গতকাল শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ সেমিফাইনাল স্পটের জন্য তাদের দাবি যে সবচেয়ে বেশি তা জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের বড় জয় এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানকে বলতে গেলে সেমির দৌড় থেকে প্রায় ছিটকেই ফেলে দিয়েছে। প্রায় অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে তো তাদের জিততেই হবে, সঙ্গে ব্যবধানটা হতে হবে আকাশচুম্বী। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে পাকিস্তান দলকে সেমিতে যাওয়ার অভিনব এক পরামর্শ দিয়েছেন দলটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

বিশ্বকাপে প্রথম পর্বের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততে তো হবেই, সেটাও আবার বিশাল ব্যবধানে। যেমন আগে ব্যাটিং করে ৩০০ রান করলেও পাকিস্তানকে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। অন্যদিকে আগে বোলিং করলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ৫০ রানের মধ্যে। সেই রান তাড়া করতে হবে ২ ওভারের মধ্যে। অবশ্য স্কোর সমান হয়ে যাওয়ার পর ছক্কা মেরে জয় নিশ্চিত করতে পারলে পাকিস্তানের হাতে থাকবে ১৭ বলের মতো। ক্রিকেট মাঠে এমন সমীকরণ মেলানো কোনোভাবেই সম্ভব নয়। কিংবদন্তি ওয়াসিম আকরাম পাকিস্তানকে তাই সেমিফাইনালে যাওয়ার জন্য মজার এক উপায়ই বাতলে দিলেন! সেটা অবশ্য এই কিংবদন্তি মজা করেই বলেছেন।

আকরাম বলেন, আগে ব্যাটিং করে প্রয়োজন অনুযায়ী রান করতে হবে। এরপর ইংল্যান্ডের ড্রেসিংরুমে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। তাতে সবাই ‘টাইমড আউট’ হয়ে যাবে। আর এভাবেই সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান।

আকরামের এই কৌশলের কথা পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’-এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে বলেছেন সঞ্চালক ফখরে আলম।

অনুষ্ঠান শুরুর আগেই পাকিস্তানের এই কৌশলের কথা নাকি জানিয়েছেন আকরাম। যদিও প্রোগ্রাম শুরু হতেই নাকি সেটা ভুলে গেছেন তিনি! এই পেসারের বাজে স্মৃতি নিয়ে তাই মজাও করলেন অনুষ্ঠানের সঞ্চালক। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক তো আকরামের কৌশলকে আরও সহজ করতে বলেছেন। তিনি আগে থেকেই ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।

মূলত গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১০। তাদের নেট রানরেট এখন ০.৭৪৩। সমান ৮ পয়েন্ট পাকিস্তান (০.০৩৬) ও আফগানিস্তানের (-০.৩৩৮), কিন্তু নেট রানরেটে বেশ পিছিয়ে তারা। ফলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। এখন তাদের টপকে সেমিফাইনালে জায়গা করে নিতে ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় আগামীকাল অসম্ভব কাজই করতে হবে পাকিস্তানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, টিকিটের মূল্য প্রকাশ

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

উপাচার্য-ভিপির মন গলাতে ঢাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী মোনাজাত 

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

রাজধানীতে আজ কোথায় কী

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

১০

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

১১

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

১৪

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

১৫

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৬

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৭

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

১৮

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

১৯

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

২০
X