স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাবরদের সেমিতে যাওয়ার অভিনব উপায় বললেন ওয়াসিম

পাকিস্তানকে সেমিতে যাওয়ার মজার এক উপায় বলে দিলেন ওয়াসিম। ছবি: সংগৃহীত
পাকিস্তানকে সেমিতে যাওয়ার মজার এক উপায় বলে দিলেন ওয়াসিম। ছবি: সংগৃহীত

চলমান ভারত বিশ্বকাপ শেষ ভাগে চলে এসেছে প্রায়। ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দলের তিনটি। বাকি একটি জায়গার জন্য লড়ছে তিন দল। যদিও গতকাল শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ সেমিফাইনাল স্পটের জন্য তাদের দাবি যে সবচেয়ে বেশি তা জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের বড় জয় এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানকে বলতে গেলে সেমির দৌড় থেকে প্রায় ছিটকেই ফেলে দিয়েছে। প্রায় অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে তো তাদের জিততেই হবে, সঙ্গে ব্যবধানটা হতে হবে আকাশচুম্বী। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে পাকিস্তান দলকে সেমিতে যাওয়ার অভিনব এক পরামর্শ দিয়েছেন দলটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

বিশ্বকাপে প্রথম পর্বের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততে তো হবেই, সেটাও আবার বিশাল ব্যবধানে। যেমন আগে ব্যাটিং করে ৩০০ রান করলেও পাকিস্তানকে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। অন্যদিকে আগে বোলিং করলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ৫০ রানের মধ্যে। সেই রান তাড়া করতে হবে ২ ওভারের মধ্যে। অবশ্য স্কোর সমান হয়ে যাওয়ার পর ছক্কা মেরে জয় নিশ্চিত করতে পারলে পাকিস্তানের হাতে থাকবে ১৭ বলের মতো। ক্রিকেট মাঠে এমন সমীকরণ মেলানো কোনোভাবেই সম্ভব নয়। কিংবদন্তি ওয়াসিম আকরাম পাকিস্তানকে তাই সেমিফাইনালে যাওয়ার জন্য মজার এক উপায়ই বাতলে দিলেন! সেটা অবশ্য এই কিংবদন্তি মজা করেই বলেছেন।

আকরাম বলেন, আগে ব্যাটিং করে প্রয়োজন অনুযায়ী রান করতে হবে। এরপর ইংল্যান্ডের ড্রেসিংরুমে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। তাতে সবাই ‘টাইমড আউট’ হয়ে যাবে। আর এভাবেই সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান।

আকরামের এই কৌশলের কথা পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’-এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে বলেছেন সঞ্চালক ফখরে আলম।

অনুষ্ঠান শুরুর আগেই পাকিস্তানের এই কৌশলের কথা নাকি জানিয়েছেন আকরাম। যদিও প্রোগ্রাম শুরু হতেই নাকি সেটা ভুলে গেছেন তিনি! এই পেসারের বাজে স্মৃতি নিয়ে তাই মজাও করলেন অনুষ্ঠানের সঞ্চালক। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক তো আকরামের কৌশলকে আরও সহজ করতে বলেছেন। তিনি আগে থেকেই ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।

মূলত গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১০। তাদের নেট রানরেট এখন ০.৭৪৩। সমান ৮ পয়েন্ট পাকিস্তান (০.০৩৬) ও আফগানিস্তানের (-০.৩৩৮), কিন্তু নেট রানরেটে বেশ পিছিয়ে তারা। ফলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। এখন তাদের টপকে সেমিফাইনালে জায়গা করে নিতে ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় আগামীকাল অসম্ভব কাজই করতে হবে পাকিস্তানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X