নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে ৪৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দিপুকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন মুশফিকুর রহিম। তবে কাইল জেমিসনের বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়ে সাজঘরে ফিরে যান অভিজ্ঞ এই ব্যাটার।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে প্রথম ইনিংসের ৪০.৪ ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। কিউই দীর্ঘদেহী পেসার জেমিসনের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মিস্টার ডিপেন্ডবল। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্সও খেয়েছিল। এমন সময় ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে দূরে ঠেলে দেন মুশফিক। সঙ্গে সঙ্গে ফিল্ডিং করা ব্ল্যাক ক্যাপস খেলোয়াড়েরা ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের জন্য জোড়ালো আবেদন করেন।
ফিল্ড আম্পায়াররা দ্রুতই তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন পাঠিয়ে দেন। তিনি ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। সেই সঙ্গে বিশ্বের ৮ম টেস্ট ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন অভিজ্ঞ এই ব্যাটার। তিন সংস্করণের ইতিহাসে ১১তম ব্যাটার হিসেবে এমন আউট হলেন মুশফিক।
মন্তব্য করুন