নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটকে স্পট ফিক্সিং বলে প্রচারিত করেছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল। প্রতিবেদনটি প্রকাশের পরপরই সমালোচনার মুখে পরে চ্যানেলটি। প্রকাশের কিছুক্ষণ পর সংবাদটি সরিয়ে নেয় তারা। অবশেষ টাইগারদের অভিজ্ঞ ব্যাটারের ফিক্সিং ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৯ ডিসেম্বর) নিউজিল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্টে শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নাজমুল হাসান পাপন। ম্যাচের শেষে মুশফিককে নিয়ে বিতর্কিত সংবাদের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ওরা ক্রিকেটকে ধ্বংস করছে।’
বাংলাদেশের টেস্ট ম্যাচ শেষে মুশফিক ইস্যুতে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। মুশফিককে নিয়ে করা প্রতিবেদনের সমালোচনা করে বিসিবির সভাপতি বলেছেন, ‘একটা সময় ছিল মিথ্যা কিছু তথ্য দিলেই মানুষ বেশি খেত। গ্রহণযোগ্য ছিল। আমি জানি না, আপনারা তো সাংবাদিক খোঁজ নিয়ে দেখেন। ওরা কিন্তু ক্রিকেটের ধ্বংস করার জন্য কথা বলছে। আমরা তো এই জিনিসটাই চাচ্ছি, মানুষ জানুক, তারপর বিসিবির যা করার তা তো করবেই।’
প্রতিবেদনের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন মুশফিক। মিস্টার ডিপেন্ডবলের পর আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবিও। এমনটায় ইঙ্গিত পাওয়া গেছে বিসিবি সভাপতির কথাতে। তিনি বলেছেন, ‘আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা কী করছি না করছি, তা জানতে পারবেন। ভিক্টিমের (মুশফিক) কাজটা ভিকটিম করেছে। ভিক্টিম যতক্ষণ কিছু না করে, আমাদের কিছু করার নেই। যদি আমাদের কেউ কিছু না জানায়, তাহলে আমাদের কিছু করার থাকে না। মুশফিক একটা পদক্ষেপ নিয়েছে, এখন বিসিবি যা করার তাই করবে।’
মন্তব্য করুন