বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদকে ‘চড়’ মেরেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ ঘটনা জানার পর টাইগার কোচকে শাসিয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। এমন সংবাদ প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। তবে প্রকাশিত খবরে হাথুরুকে শাসানোর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিসিবি প্রধান।
শনিবার (৯ ডিসেম্বর) নিউজিল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্টে শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিসিবি সভাপতি। ম্যাচের শেষে প্রধান কোচ হাথুরুসিংহকে শাসানোর ঘটনাকে মিথ্যা বলে জানিয়েছেন পাপন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন পাপন। এরপর গণমাধ্যমের সামনে মুখোমুখি হন বিসিবি প্রধান। সেখানেই নাসুম আহমেদকে ‘চড়’ মেরেছেন প্রধান কোচ হাথুরুসিংহে। এমন কিছুই নাকি জানতেন না বোর্ড সভাপতি।
এ বিষয়ে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আমি নাসুমের ‘চড়’ মারার বিষয়ে কিছুই জানি না। আমি এই ধরনের কোনো কথাই শুনিনি। এক্সসেপ্ট যখন এটা টিভিতে প্রচার করা হলো। যেটা বলা হয়েছে আমি কোচকে শাসিয়েছি সামথিং লাইক দ্যাট। আমি তো জানি না এ ঘটনা। সো এরপর আমার তো কিছু বলার নাই। আমি তো জানি এটা ‘ডাহা মিথ্যা’। এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।’
মন্তব্য করুন