পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। গত আসর চলাকালীন সময়ে আঞ্চলিক সরকারের মতানৈক্যর জেরে দেশের বাইরে লিগটি আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তখন বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে তালিকায় রেখেছিল পিসিবি। তবে শেষপর্যন্ত আসর নিজ দেশেই মাঠে গড়াবে পিএসএল।
পাকিস্তানে লিগটি অনুষ্ঠিত হলেও ভেন্যুর সংখ্যা বাড়ায়নি পিসিবি। এবারও করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতেই হবে পিএসএলের ম্যাচগুলো। এমনটায় জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। পঞ্চম ভেন্যু হিসেবে পেশোয়ারকে যুক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছে পেশোয়ার জালমি ফ্রাঞ্চাইজি কতৃপক্ষ।
২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএলের নবম আসর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ফ্রেব্রুয়ারিতে দেশটিতে কনকনে শীত ও কুয়াশা থাকায় আপত্তি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ১৩ ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেদিন প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সময় সূচি প্রকাশের কথা রয়েছে। নিলামে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন ২১ জন ক্রিকেটার।
মন্তব্য করুন