স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌম্যর সমস্যা ধরতে পারছেন না হাথুরুসিংহে

সৌম্য সরকার ও চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
সৌম্য সরকার ও চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলে সৌম্য সরকারের আগমন প্রতিভার ছাপ রেখেই। দেশের ক্রিকেটে নতুন তারকা হিসেবেই দেখা হচ্ছিল তাকে। টাইগারদের হয়ে বেশ কয়েক বছর ভালো পাারফর্মও করেছিলেন তিনি কিন্তু তারপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অলরাউন্ডার। দলের প্রয়োজনে তাকে সুযোগ দেওয়া হলেও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বুঝতে পারছেন না তার সমস্যা কোথায়।

সৌম্য সরকারকে চন্ডিকা হাথুরুসিংহের অন্যতম প্রিয় শিষ্য হিসেবেই ধরা হয়। জাতীয় দলে এই লঙ্কান কোচের হাত ধরেই সৌম্যর আগমনও। ফর্মহীন থাকালেও এই অলরাউন্ডারকে সমর্থন দিয়ে গেছেন হাথুরুসিংহে। তাই ঘরোয়া ক্রিকেটের সাদা বলের সংস্করণে তেমন কোনো পারফর্ম না করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও নতুন করে ডাক পেয়েছেন তিনি। অনেকের মতে, প্রধান কোচ হাথুরুসিংহের চাওয়াতে দলে তিনি।

কিউইদের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডের একাদশেও ছিলেন সৌম্য। কিন্তু ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন তিনি। ফিল্ডিংয়ে ক্যাচ মিস আর বল হাতে ৬ ওভারে ৬৩ রান দেওয়ার পর ব্যাট হাতে আউট হন শূন্য রানে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। সেই ম্যাচেও ফিরেছিলেন শূন্য রানে। ওয়ানডেতে ব্যাট হাতে শেষ পাঁচ ইনিংসের ৩টিতেই রানের খাতা খুলতে পারেননি তিনি।

তবুও সৌম্যকে সুযোগ দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগের সংবাদ সম্মেলনে তাই এই অলরাউন্ডারকে নিয়েই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নেলসনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে টাইগারদের এই কোচ কথা বলেন সৌম্যকে নিয়ে।

তিনি বলেন, ‘আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কী হয়েছে আসলে জানি না। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কী। ও ঘরোয়াতে প্রচুর রান করছিল। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই।’

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সাকিব আল হাসানের বদলে নেওয়া হয়েছে সৌম্যকে। তারকা অলরাউন্ডার সাকিবের ঘাটতি কিছুটা হলেও পূরণ করবেন সৌম্য, আশা ছিল দলের। কিন্তু প্রথম ওয়ানডেতে সবাইকে হতাশ করেন এই ক্রিকেটার।

হাথুরুসিংহেও বলেন একই কথা, ‘সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মতো কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিকভাবে করুক। আমরা ওকে অলরাউন্ডার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে একজন লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে অলরাউন্ড পারফর্মও করেছেন তিনি। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতেও নেন উইকেট। তবুও প্রথম ওয়ানডেতে দেখা যায়নি তাকে। তবে রিশাদকে নিয়ে আশাবাদী হাথুরুসিংহেও।

তার ভাষ্যে, ‘প্রথম ম্যাচেই আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতেই আমাদের উইকেট পড়ছে, তাই একাদশে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে নিয়েছি। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনারকে অবশ্যই দলে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X